জিতেই চলেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বুধবার পাকিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী। পাকিস্তানকে ৫ উইকেটে মাত্র ৯৬ রানে আটকে রেখেছিল স্বাগতিকরা।
১৮ বল হাতে রেখে লক্ষ্যটা পেরিয়ে যায় স্বাগতিকরা। সামিয়া আফসার ৫৮ বলে ৪৮ ও সুমাইয়া আকতার করেন ৪০ বলে ৩৮ রান। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পাকিস্তান বিদায় নিয়েছে কোনো ম্যাচ না জিতে।
Women’s U19 Tri-Nation T20 Cricket Tournament 2024
— Bangladesh Cricket (@BCBtigers) January 31, 2024
Bangladesh Women U19 VS Pakistan Women U19
Bangladesh won by 4 wickets👏
Details: https://t.co/pLw7WfTR48#BCB | #Cricket | #U19T20 pic.twitter.com/GJnL823Knk
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলা এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতে ৩৬ রানে। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে পায় ১ রানের জয়। গ্রুপের শেষ ম্যাচটাও শেষ করল জয় দিয়ে।