Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
অনূর্ধ্ব-২০ সাফ

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন মিরাজুল ইসলামের। ছবি: বাফুফে।
গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন মিরাজুল ইসলামের। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

মাত্র দুই সপ্তাহের প্রস্তুতিতে নেপাল গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এত অল্প প্রস্তুতি নিয়েও অনূর্ধ্ব-২০ সাফে দারুণ শুরু করেছে বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুতে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে মেহেদি হাসান শ্রাবণরা। ১টি করে গোল করেছেন মিরাজুল ইসলাম ও পিয়াস আহমেদ নোভা

এই জয়ে একই সঙ্গে বাংলাদেশ পৌঁছে গেছে টুর্নামেন্টের সেমিফাইনালে। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল তারা।

সাফের ম্যাচগুলো হওয়ার কথা ছিল কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে। কিন্তু নেপালে টানা বর্ষণের কারণে আয়োজকরা টুর্নামেন্টের গ্রুপ পর্বের সব ম্যাচ নিয়ে গেছে  আনফা কমপ্লেক্সের কৃত্রিম টার্ফে।

সারা বছর কমলাপুর টার্ফের মাঠে অনুশীলনে অভ্যস্ত মিরাজুল ইসলাম, রাব্বি হোসেন রাহুলরা এই মাঠে বাড়তি সুবিধাই পেয়েছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ছবি: বাফুফে।

কোচ মারুফুল হক এই দলটাকে নিয়ে বেশ আশাবাদী। দলের গোলরক্ষক বসুন্ধরা কিংসের মেহেদি হাসান শ্রাবণ, যিনি এরই মধ্যে জাতীয় দলেও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন বিশ্বকাপ বাছাইয়ে।  

রাহুল ও মিরাজুলকে ঘিরেই মূলত আক্রমণ সাজিয়েছেন বাংলাদেশের কোচ। কোচের আস্থার প্রতিদান খুব বেশি দিতে পারেননি মিরাজুল। একটি গোল পেয়েছেন তিনি। কিন্তু নিশ্চিত সুযোগ নষ্ট করেছেন একাধিক।

 ম্যাচের দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ পান মিরাজুল। কিন্তু বক্সে ঢুকেও শ্রীলঙ্কার গোলরক্ষক আহমেদ শরীফকে একা পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বল নিয়ে পড়ে যান।       

গোলের পর মিরাজুল ইসলামের উদযাপন। ছবি: বাফুফে।

ঠিক পরের মিনিটেই আরেকটি সুযোগ পান রাব্বি হোসেন রাহুল। বক্সের মধ্যে দারুণ একটা বলে চিপ করতে গিয়েছিলেন। চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কার গোলরক্ষক আহমেদ শরীফের মাথার ওপর দিয়ে বল তুলে দিতে। কিন্তু বল তুলে দেন গোলরক্ষকের হাতে।

৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বক্সের বাইরে থেকে ক্রস ফেলেন বাংলাদেশের আসাদুল মোল্লা। কিন্তু মিরাজুল বলটা রিসিভ করতেই পারেননি। অথচ শ্রীলঙ্কার গোলরক্ষক আহমেদ শরীফের হাত ফসকে বেরিয়ে যায় বল। এরপর শ্রীলঙ্কার ডিফেন্ডার বল ক্লিয়ার করেন।

গ্যালারিতে লাল সবুজের পতাকা হাতে এক বাংলাদেশি দর্শক। ছবি: বাফুফে।

প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকা বাংলাদেশ অবশেষে গোল পেয়েছে ১৮ মিনিটে।  রাহুলের ক্রসে আলতো প্লেসিংয়ে মিরাজুল বল জালে জড়িয়েই উল্লাসে ফেটে পড়েন।

দ্বিতীয়ার্ধের শুরুতে মিরাজুল বক্সে ঢোকেন একা। সামনে তখন শুধুই শ্রীলঙ্কার গোলরক্ষক। ডানপাশ দিয়ে শট নিলেও সেটা ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক আহমেদ শরীফ।

পিছিয়ে পড়েও বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা করেছে শ্রীলঙ্কা। সাদিউ বিধুসা রত্নায়েকের দারুণ শট ফিস্ট করেন শ্রাবণ। ম্যাচের ৮৫ মিনিটে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেছেন পিয়াস আহমেদ নোভা।

এই আসরে দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি দল খেলছে। যেখানে বি গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন ভারত ছাড়াও আছে ভুটান ও মালদ্বীপ।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ২২ আগস্ট। প্রতিপক্ষ নেপাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত