সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। বাঁচা-মরার এই লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৫৯ রানের স্কোর গড়ে পেয়েছে ২৫ রানের জয়। যদিও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, তিনি জানতেন না ঠিক কত রান হলে জয় পাওয়া সম্ভব।
দক্ষিণ আফ্রিকা কাছে হেরে যাওয়ায় ডাচদের বিপক্ষে ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই ম্যাচেই কিনা রিভার্স সুইপ খেলতে গিয়ে শুরুতেই উইকেট বিলিয়ে আসেন শান্ত। ওয়ান ডাউনে নামা লিটন দাসও টিকতে পারেননি বেশিক্ষণ। বিপদে পড়া দলকে ওই অবস্থা থেকে টেনে তোলেন সাকিব আল হাসান। তার চমৎকার হাফসেঞ্চুরিতে বাংলাদেশ পায় দেড়শ ছাড়ানো স্কোর।
কিন্তু এই স্কোরও জেতার জন্য যথেষ্ট কিনা, জানা ছিল না শান্তর, “আমরা জানতাম না এই কন্ডিশন আসলে কেমন আচরণ করবে। ফলে কত রান হলে জেতা সম্ভব, সেটাও জানা ছিল না। শেষ পর্যন্ত ব্যাটার ও বোলাররা ভালো করেছে। পিচও ভালো ছিল। শুরুতে অসম বাউন্স ছিল, তবে পরে ভালো ব্যাট করা গেছে। কন্ডিশন ভালো ছিল।”
চাপের মধ্যে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেছেন সাকিব। লম্বা সময় পর টি-টোয়েন্টি ফরম্যাটে রানে ফিরেই ম্যাচ জয়ের নায়ক। অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রশংসা ঝরল শান্তর কণ্ঠে, “সাকিব ভাই ঠাণ্ডা মাথায় ব্যাট করেছেন। আমরা সবাই জানি তিনি কত ভালো ক্রিকেটার। তার (রানে ফেরা) দেখে ভালো লাগছে।”
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয়ের দারুণ সম্ভাবনা জেগেছিল। যদিও শেষ ওভারের নাটকে সেটি হয়নি। তবে ডাচদের হারিয়ে সুপার এইটের পথে বড় ধাপ ফেলেছে শান্তরা।