দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের পাঁচ ক্লাবের অংশগ্রহণে নেপালে শুরু হচ্ছে বিপি কৈরালা মেমোরিয়াল কাপ আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। নেপালের সাবেক প্রধানমন্ত্রীর নামে আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে শনিবার। নেপালের সিদ্ধার্থ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের ফাইনাল ২৬ অক্টোবর।
১ কোটি ২০ লাখ নেপালি রুপির প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের ক্লাব সাইক ক্রিকেটার্স বাংলাদেশ। এছাড়াও ভারতের লাইফ কেয়ার ক্রিকেট ক্লাব, পাকিস্তানের জাভে আন্তর্জাতিক ক্রিকেট একাডেমি, শ্রীলঙ্কার স্টেট সার্ভিসেস ক্রিকেট অ্যাসোসিয়েশন ও স্বাগতিক নেপালের নেক্সাস রুপানদেহি একাদশ।
কাঠমান্ডুর ভাইরাওয়াহায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে বাংলাদেশের দলে খেলবেন মুনিম শাহরিয়ার, একেএস স্বাধীন, মোশাররফ মুলার, শাহবাজ চৌহান, তানভীর রানা, শাহাদাত সম্রাট, রাকিব আহমেদ, মোজাম্মেল, নাজমুস সাকিব, মোহাম্মদ রাফি, ইমতিয়াজ উদ্দিন, সিফাত সাকে ও সৌরভ। কোচ আলী চৌধুরী।
শুক্রবার বাংলাদেশের তিন ক্রিকেটার কাঠমান্ডুতে এসে পৌছেছেন। বাকিরাও দুয়েক দিনের মধ্যে পৌঁছে যাবেন। বাংলাদেশের প্রথম ম্যাচ রবিবার।
নেপালের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ৫ লাখ নেপালি রুপি। এমন তথ্যই জানালেন আয়োজক কমিটির অন্যতম কর্মকর্তা আরিফ ইসলাম, “ নেপালের স্থানীয় ক্রিকেটে এত রুপির টুর্নামেন্ট ও প্রাইজমানি আগে কখনও দেওয়া হয়নি। টুর্নামেন্ট নিয়ে স্থানীয় ক্রিকেটারাও রোমাঞ্চিত।”