Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

কৃষ্ণাকে ছাড়াই বাটলারের একাদশ

সাফের প্রথম ম্যাচের একাদশে নেই কৃষ্ণা রানী সরকার।
সাফের প্রথম ম্যাচের একাদশে নেই কৃষ্ণা রানী সরকার।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

চোটের কারণে পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট নন কৃষ্ণা রানী সরকার। অনুমতিভাবেই পাকিস্তানের বিপক্ষে দলের একাদশে তাকে বেছে নেননি কোচ পিটার বাটলার।  শুধু তাই নয় মারিয়া মান্দাকেও একাদশে বিবেচনায় নেননি তিনি।

পোস্টের নিচে রুপনা চাকমা। রক্ষণে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, শিউলি আজিম, কোহাতি কিসকু। মাঝ মাঠে মনিকা চাকমা, স্বপ্না রানী ও সাবিনা খাতুন। আক্রমণভাগে বাটলারের প্রধান অস্ত্র ঋতুপর্ণা চাকমা, জুনিয়র শামসুন্নাহার ও তহুরা খাতুন।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে মাঠে ঢুকে অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েছেন সাবিনা খাতুনেরা। যদিও কাঠমান্ডুর ত্রিপুরেশ্বরের আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টি আসতে পারে ম্যাচ শুরু হলে।  

দশরথ রঙ্গশালার আকাশে মেঘ। ছবি: সকাল সন্ধ্যা

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ১৭ অক্টোবর। কিন্তু চ্যাম্পিয়ন বাংলাদেশের সাফ অভিযান রবিবার। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫-৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারত ৫-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। রবিবার দ্বিতীয় ম্যাচে তাই পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথমবার ২০১০ সালে এসএ গেমসে। সেবার ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। অবশ্য ভুটানে ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে বয়সভিত্তিক সাফে বড় জয় পায় বাংলাদেশ। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দেন মারিয়া মান্দা, তহুরা খাতুনেরা। যে দলের অনেকে এবারও আছেন বাংলাদেশ দলে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত