এই মুহুর্তে বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন কোচ খুঁজে পাওয়া কঠিন। তাই মেয়াদ শেষ হলেও পুনরায় চুক্তি নবায়ন হচ্ছে ফিল সিমন্সের। এবার আরও দুই বছরের জন্য বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকছেন এই উইন্ডিজ।
নতুন চুক্তির মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। সব কিছু ঠিকঠাক, শুধু বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা বাকি।
চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর তড়িঘড়ি করে বিশ্ব ক্রিকেটে ফ্রি থাকা ফিল সিমন্সকে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব দেওয়া হয়। প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টেই হেরেছিল বাংলাদেশ।
তবে পরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে, উইন্ডিজের বিপক্ষে টেস্টে ভালো করার পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল সিমন্সের অধীনে।
তবে চ্যাম্পিয়নস ট্রফিতে একদমই ভালো কাটেনি বাংলাদেশ দলের। স্বাভাবিক ভাবে এমন ব্যর্থ টুর্নামেন্ট শেষে কোচদের মেয়াদ বাড়ানোর নজীর কম। কিন্তু আইপিএল, পিএসএলের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ফ্রি কোচ পাওয়া কঠিন। তাই ফিল সিমন্স টিকে যাচ্ছেন।
বাংলাদেশ দলের জন্য অবশ্য বেশ কিছু টি-টোয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কোচের চুক্তি বাতিল করতে হচ্ছে সিমন্সকে। তবে পিএসএল সামনে থাকায় করাচি কিংসের সঙ্গে আগে থেকেই চুক্তির কারণে ফ্র্যাঞ্চাইজিটির কোচ হিসেবে থাকবেন আসন্ন মৌসুমে।
আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ওই সিরিজেই দলের হয়ে নতুন দুই বছরের পথচলা শুরু হতে পারে সিমন্সের।