Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ব্যাটারদের মানসিকতার সংকট দেখছেন সালাউদ্দিন

Capture
[publishpress_authors_box]

টেস্টে ম্যাচ বাঁচাতে ২২০ বলে ৩৩ রানের ইনিংস খেলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। আবার বিশ্বকাপে ৫২ বলে সেঞ্চুরির রেকর্ড আছে দক্ষিণ আফ্রিকান ব্যাটারের। ডিভিলিয়ার্সের মতো উইকেট বা ম্যাচ বুঝে খেলার অভিজ্ঞতাটা এ দেশের ব্যাটারদের না হওয়ায় আক্ষেপ ঝড়ল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনের কণ্ঠে।

তুলনাটা শুধু ভিলিয়ার্সে সঙ্গে নয়। এমন অনেক ব্যাটার এখন বিশ্বের সব দলেই আছেন। ম্যাচের পরিস্থিতি, চাহিদা বুঝে নিজের ইনিংস সাজান তারা। ২০২১ সালে চট্টগ্রামে বাংলাদেশের হাত থেকে টেস্ট জয়ের আনন্দ কেড়ে নিয়েছিলেন এনক্রুমা বনার ও কাইল মায়ার্স। দেড়দিন ব্যাটিং করে টেস্ট জিতে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ।

বিপিএলের সঙ্গে টেস্টের তুলনা আসা উচিত নয়। তবে উইকেট বুঝে ব্যাট করা বা করতে না পারার প্রশ্ন আসতেই পারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন কুমার দাসের টানা ব্যর্থতায় শুক্রবার এমন প্রশ্ন উঠেছে। বাংলাদেশি ব্যাটাররা বিপিএলে সবসময় বিদেশিদের চেয়ে পিছিয়ে থাকার কারণ জানতে চাওয়া হয় কোচ সালাহউদ্দিনের কাছে।

সম্প্রতি তিনি ক্রিকেটারদের মনোবল ও ট্যাকটিকস নিয়ে একটি বই লিখেছেন। প্রশ্নের জবাবে লেখক আক্ষেপ করে বলছেন, ‘‘আরও ভালো করা উচিত। এ ধরনের উইকেটে (দেশের উইকেট) তো আমাদের খেলার অভ্যাস আছে। আমরা যদি অজুহাত দিই যে এমন উইকেট ভালো না, তাহলে কীভাবে হবে।’’

সালাউদ্দিন যোগ করেন, ‘‘আমাদের ৯০ ভাগ ব্যাটারদের আসলে উইকেট বুঝে খেলার মানসিকতাটাই আসে নাই। জানি না কবে হবে, আমি ও সোহেল (সোহেল ইসলাম) এটা নিয়ে খুব চিন্তা করি যে কীভাবে ওদের ক্রিকেটীয় মানসিকতাটা উন্নয়ন করা যায়…..আসলে ছোট থেকেই তো এরকম চিন্তা নিয়ে ওরা বড় হয় না, তাই দ্রুত উইকেট বুঝে খেলার মানসিকতাটাও হয়ে ওঠে না।’’

ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। এই বিপিএলে ব্যর্থ হওয়া লিটন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তরা জাতীয় দল থেকে ঘরোয়া ক্রিকেটে শেখার বৃত্তেই আছেন। কোনো ম্যাচে ভালো করে সেই ধারাবাহিকতা টানতে পারছেন না বহুদিন। টি-টোয়েন্টিতে দেশি ব্যাটারদের ধারাবাহিকতার অভাব আরও বেশি।

সালাহউদ্দিনের মতে বছরে একটি বিপিএল খেলে ব্যাটারদের উন্নতি হওয়া কঠিন, ‘‘বছরে টুর্নামেন্ট কিন্তু একটাই হয়। এক টুর্নামেন্টে মাত্র ১২ ম্যাচ দিয়ে কোন ক্রিকেটার বড় মঞ্চের জন্য তৈরি হতে পারে না। এই বিপিএলেই সারা বছর জুড়ে টি-টোয়েন্টি খেলা বিদেশি ক্রিকেটারদের সঙ্গে তাদের খেলতে হচ্ছে। অনেক চাপ এখানে। যেহেতু সে আর কোন টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে না তাই এখানে ভুল করাটা তো স্বাভাবিক। এভাবেই শিখতে হবে আসলে।’’    

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত