Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে শান্তদের সাক্ষাৎ বৃহস্পতিবার

bd-cricket-2
[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জেতার পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ফোন করে কথা বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে। ওই সময়ই জানানো হয়েছিল, দেশে ফিরলে ক্রিকেট দলকে সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বাংলাদেশ ক্রিকেট দল। শান্তদের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সঙ্গে বিসিবির আরও কয়েকজন কর্মকর্তার যাওয়ার কথা রয়েছে।

পাকিস্তানকে তাদেরই মাটিতে ২-০তে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় নিশ্চিত করা হয় শান্তকে ফোনে ড. ইউনূসের অভিনন্দন জানানোর কথা।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ অধিনায়ককে বলেছিলেন, “সরকার ও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পুরো দেশ গর্বিত তোমাদের নিয়ে।”

পাকিস্তানের মাটিতে কখনও টেস্ট জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশের। এবার সেই ইতিহাস পাল্টে ফেলে রাওয়ালপিন্ডির প্রথম টেস্ট ১০ উইকেটে জিতে। এরপর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পায় ৬ উইকেটের জয়। শুধু টেস্ট নয়, যেকোনও ফরম্যাটেই এটি পাকিস্তানের মাটিতে প্রথম সিরিজ জয়ের কীর্তি বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত