Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

তদন্ত রিপোর্ট দেখিয়ে পাপন বললেন ‘কিচ্ছু নেই’

পাপন-০৯৮
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খোঁজার তদন্ত কমিটির রিপোর্ট ছিল তিন পাতার। সময়স্বল্পতার কারণে সংবাদ মাধ্যমের সামনে তা পড়ে শোনাতে পারেননি ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে বোর্ড সভায় পড়েছেন। রিপোর্ট পকেটে নিয়েই সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন তিনি। পকেট থেকে সেটি বের করে জানালেন, “রিপোর্টে কিচ্ছু নেই।”

বিশ্বকাপ তদন্ত কমিটির অনুসন্ধান রিপোর্ট এখন পাপনের হাতে। তাতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার কারণ বিস্তারিত আছে। বিসিবি প্রধান জানালেন, নতুন কিছু নেই, ভারতের মাটিতে বাজে পারফরম্যান্সের কারণ ইতিমধ্যে সবাই জেনে গেছেন।

শনিবার (৯ মার্চ) মিরপুরে বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেছেন, “একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছে। ওদের সঙ্গে কথা বলে তারা কিছু পরামর্শ ও সুপারিশ করেছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনও তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে।”

যদিও নতুন একটি কারণ উঠে এসেছিল দেশের এক সংবাদপত্রের প্রতিবেদনে্। যেখানে বলা হয়, বিশ্বকাপ দলের সঙ্গে থাকা দুজন বোর্ড পরিচালকের বিপক্ষে দল গঠন বা দলের বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ এনেছেন ক্রিকেটাররা। তদন্ত রিপোর্টে এই বিষয় উল্লেখ করেছেন কমিটির সদস্যরা।

এমন কিছু থাকলে তা প্রকাশ্যে আনা হোক বলে দাবি করেছিলেন বিসিবির অন্যতম পরিচালক খালেদ মাহমুদ সুজন। কিন্তু শনিবার বোর্ড সভা শেষে পাপন জানালেন, রিপোর্টে ওইরকম কিছুই নেই।

বিসিবি প্রধানের বক্তব্য, “আমাকে তদন্ত কমিটির চেয়ারম্যান (এনায়েত হোসেন সিরাজ) একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনও পরিচালক দূরে থাক, এমন কোনও লাইনই নেই (বাইরে থেকে দলে প্রভাব বিস্তার প্রসঙ্গে), শব্দও নেই। এরকম রিপোর্ট (সংবাদ মাধ্যমের রিপোর্ট) তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।”

তাহলে বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে ওঠায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে- এমন প্রশ্নে অবশ্য সম্প্রতি জাতীয় দলে আনা কিছু পরিবর্তনের কথা উল্লেখ করেন পাপন, “অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তন দেখার কথা এতদিনে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত