এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দু দুবার এগিয়ে গিয়েও গুয়ামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে গুয়ামের অবস্থান ২০৪। সেই গুয়ামের অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে সোমবার বাংলাদেশ হতাশা উপহার দিয়ে ড্র করেছে।
ম্যাচের শুরুতে বাংলাদেশ এগিয়ে যায় মিরাজুল ইসলামের গোলে। ৭৫ মিনিটে গুয়াম সমতায় ফেরে। এরপর ৮৯ মিনিটে মইন গোল করলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। যোগ হওয়া সময়ে নাটকীয়ভাবে গোল শোধ করে বাংলাদেশের হৃদয় ভাঙে গুয়াম।
দুইবার এগিয়ে গিয়েও তা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় কোচ মারুফুল হকের কন্ঠে স্বাভাবিকভাবেই হতাশার সুর, “প্রথমে গোল পাওয়ার পর ছেলেরা ম্যাচটা সহজভাবে নিয়েছে। সেটাই মূলত কাল হয়েছে।”
একটা দল হয়ে খেলতে পারেনি বাংলাদেশ। সেই ব্যর্থতার দায় নিয়েছেন কোচ, “ ফুটবল এমন একটা খেলা যেখানে দল হয়ে খেলতে হয়। সেটার অভাব ছিল। এটা আমার ব্যর্থতা আমি তাদের কোচ হিসেবে বোঝাতে পারিনি।”
বাংলাদেশ সপ্তাহ তিনেক আগে সাফে চ্যাম্পিয়ন হয়েছে। তিন সপ্তাহ পর এশিয়ার মঞ্চে মুদ্রার উল্টো পিঠও দেখে ফেললেন। বাংলাদেশের ফুটবলের বাস্তবতা বেশ ভালোমতোই টের পাচ্ছেন কোচ ও ফুটবলাররা। তাই এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা ছেড়ে দিয়েছেন কোচ, “আসলে এই পরিস্থিতি থেকে এখন আর মূল পর্বে খেলা সম্ভব নয়। বাকি ম্যাচগুলোতে ভালো খেলে টুর্নামেন্টের তৃতীয় পটে থাকার চেষ্টা করতে হবে।”
টুর্নামেন্টে বাংলাদেশের বাকি দুই ম্যাচ ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে।