টেনিস বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশে অবহেলিত। ফেডারেশন কর্মকর্তাদের সাংগঠনিক ব্যর্থতার প্রভাব পড়ছে কোর্টে। কর্মকর্তাদের অনাগ্রহ, মামলা— এ রকম নানা কারণে বেশিরভাগ সময় ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। সম্প্রতি যে ৯টি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি সরকার ঘোষণা করেছে সেখানে আবারও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইশতিয়াক আহমেদ। টেনিসের পুরনো সংগঠক দেশের ঝিমিয়ে পড়া খেলাটাকে আবারও জাগিয়ে তুলতে চান। সকাল সন্ধ্যার সঙ্গে আলাপচারিতায় কথা বলেছেন টেনিস নিয়ে নতুন সব পরিকল্পনার বিষয়ে-
সকাল সন্ধ্যা : আপনি তো ২০০৯ সালের জুলাই থেকে ২০১২ সালের এপ্রিল মাস পর্যন্ত টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। যেখানে রেখে গিয়েছিলেন বাংলাদেশের টেনিসকে সেখান থেকে কি একটুও এগিয়েছে?
ইশতিয়াক আহমেদ: না। মোটেও এগোয়নি। আমি তো টেনিস এগিয়ে যাওয়ার কোনও কিছু দেখতে পাচ্ছি না। শুধু ডেভিস কাপের কথায় বলি। আমরা এশিয়া ওশেনিয়া অঞ্চলের গ্রুপ ফোরে চ্যাম্পিয়ন হয়ে তিনে রেখে দিয়ে গিয়েছিলাম। সেখান থেকে নেমে গ্রুপ ফোরে গেল। এরপর ফোর থেকে ফাইভে চলে গেছি আমরা।
সকাল সন্ধ্যা : আগামী ২০-২৩ নভেম্বর বাহরাইনে হবে ডেভিস কাপ এশিয়া-ওশেনিয়া অঞ্চলের গ্রুপ-৫ এর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় খেলতে গত সোমবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। এই দল নিয়েও তো অনেক বিতর্ক হয়েছিল?
ইশতিয়াক: আমি সবই শুনেছি। এবার যে দলটা গেল ওরা কোনও প্রস্তুতি ছাড়াই গেল। ডেভিস কাপে খেলতে যাওয়ার আগে কেন সামান্য ক্যাম্পও হলো না। আমাদের টেনিসের সামর্থ্য দেখানোর জায়গা ডেভিস কাপ। সেখানে স্বল্প প্রস্তুতিতে যাওয়াটা ঠিক না। অন্তত ৩-৪ মাসের ক্যাম্প তো করা উচিত ছিল।
সকাল সন্ধ্যা: তাহলে এবার কি লক্ষ্য আপনার?
ইশতিয়াক: যেটা হয়ে গেছে সেটা গেছে। ভবিষ্যতে আমাদের লক্ষ্য ডেভিস কাপে ভালো করা। আমি চাই ডেভিস কাপে বাংলাদেশকে পুরনো জায়গায় দেখতে। ডেভিস কাপ টেনিসের এমন একটা প্রতিযোগিতা, ফুটবলে যেমন ফিফা র্যাঙ্কিং দিয়ে বোঝা যায় কোন জাতীয় দল কেমন। তেমনি টেনিসের ডেভিস কাপের পজিশন দেখে বোঝা যায় যে ওই দেশের টেনিসের মানটা কোথায়। এজন্য ডেভিস কাপকে খুব ভালো করে প্রাধান্য দিতে হবে।
সকাল সন্ধ্যা: কিন্তু দায়িত্ব নিয়ে প্রথমে কোনটা অগ্রাধিকার দেবেন?
ইশতিয়াক: আমার সময়ে অনেক টুর্নামেন্ট হয়েছে। কিন্তু গত সময়গুলোতে অনেক কম টুর্নামেন্ট হয়েছে। এগুলোতে নজর দেব। টুর্নামেন্ট থাকলে সারা বছর খেলোয়াড়রা খেলার মধ্যে থাকে। ওখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসে।
সকাল সন্ধ্যা: বর্তমান জাতীয় দলের কি অবস্থা?
ইশতিয়াক: এখন যারা আছে তাদের দিয়ে যত ভালো পারফরম্যান্স করানো যায় সেটা দেখতে হবে। ট্রেনিং চলবে। এই দলগুলোকে আরও ভালো সুযোগ সুবিধা দিতে হবে। এবং দ্রুত ট্রেনিংয়ের ওপর নজর দেব। তাছাড়া ঢাকা শহরের স্কুলগুলোতে টেনিস ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে।
সকাল সন্ধ্যা: আইটিএফ ও এটিএফের বাইরে তো কোনও টুর্নামেন্টই হয় না টেনিসে।
ইশতিয়াক: এটা অবশ্যই করবো। এবার বিজয় দিবস টুর্নামেন্ট বড় আকারে করতে চাই। যেটা আমি আগে ভালোভাবে করতাম।
সকাল সন্ধ্যা : দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে তো এ বছর আইটিএফের বেশি টুর্নামেন্ট হলো না।
ইশতিয়াক : আমরা আইটিএফে যোগাযোগ করে এগুলো আবার আয়োজন করব।
সকাল সন্ধ্যা: এবারের টেনিসের কমিটি কেমন হয়েছে?
ইশতিয়াক: সব আমার পছন্দ মতো হবে বিষয়টা এমন না। সভাপতি আবদুল হাই সরকার ঢাকা ব্যাংকের চেয়ারম্যান। উনি আমাদের ক্লাবে খেলতেন। উত্তরা ক্লাবের উনি সদস্য। উনাকে সভাপতি হিসেবে পেয়ে আমি খুশি। তবে সব মিলিয়ে ভালোই হয়েছে কমিটি।
সকাল সন্ধ্যা: কবে কাজ শুরু হবে আপনার কমিটির?
ইশতিয়াক: শনিবার (আজ) দায়িত্ব হস্তান্তর করবে আগের কমিটি। আজ পরিচিতমূলত সভা আছে। অনানুষ্ঠানিক সভা হলেও টেনিসের উন্নতির জন্য অনেক বিষয় আলোচনা হবে।