Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
অনূর্ধ্ব-২০ সাফ

ফাইনালে চোখ বাংলাদেশের

ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। ছবি : বাফুফে।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের ফুটবলাররা। ছবি : বাফুফে।
[publishpress_authors_box]

বয়সভিত্তিক সাফে ২০২২ সালের ফাইনালে ভারতের কাছে হেরে হৃদয় ভেঙেছিল বাংলাদেশের। কিন্তু এবার সেই ভারতকে হারানোর সুযোগ এসেছে বাংলাদেশের। নেপালের কাঠমান্ডুতে সেমিফাইনালেই ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের ফুটবলররা। সোমবার বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ম্যাচ।  

ভুটানকে অন্য সেমিফাইনালে টাইব্রেকারে ৪ (১)-১(১) হারিয়ে এরই মধ্যে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে নেপাল। দ্বিতীয় সেমিফাইনাল জিতে তাইতো আবারও নেপালের মুখোমুখি হতে চান বাংলাদেশ কোচ মারুফুল হক, “শেষ ম্যাচে যখন গ্রুপ পর্বে হেরে গিয়েছিলাম তখন ধরে নিয়েছিলাম হয়তো সেমিফাইনাল ভারতের সঙ্গে খেলতে হবে। এবং সেটাই হয়েছে। নেপালে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। আমি মনে করি গ্রুপ পর্বে (নেপালের কাছে) হারের পর থেকে অনুশীলনে ফুটবলারদের যে মনোযোগ, যে কঠোর অনুশীলন করছে, ভারতের সঙ্গে তাদের জেতার জন্য যে ক্ষুধাটা আমি দেখেছি সেটা যদি শেষ পর্যন্ত মাঠে টিকিয়ে রাখতে পারে এবং মাঠে সেটা অনুদিত করতে পারে তাহলে আমরা ইনশাল্লাহ ভারতকে হারিয়ে ফাইনালে খেলতে পারব।”

বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান শ্রাবণও আত্মবিশ্বাসী ফাইনাল খেলার, “আমরা সেমিফাইনালের আগে সময় পেয়েছি ৩ দিন। একদিন বিশ্রামে ছিলাম।বাকি ২ দিন ট্রেনিং করতে পেরেছি। এবার ভারতের সঙ্গে নতুন কৌশল নিয়ে খেলতে হবে। কারণ ভারত শক্ত প্রতিপক্ষ সব সময়। আগামীকালও জয়ের জন্য মাঠে নামব।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত