Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

শীর্ষেই আর্জেন্টিনা, পয়েন্ট বেড়েছে বাংলাদেশের

ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা।
ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা।
[publishpress_authors_box]

বিশ্বকাপ বাছাইয়ে ছন্দপতন হয়েছিল হঠাৎ করে। লিওনেল মেসির আর্জেন্টিনা কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারের পর ভেনেজুয়েলার সঙ্গে ড্র করে ১-১’এ। বলিভিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করলেও পরের ম্যাচে হারতে হয় প্যারাগুয়ের কাছে।

চার ম্যাচের তিনটিতে হোঁচট খেয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। ফ্রান্স আর স্পেন নিশ্বাস ফেলছিল ঘাড়ে। তবে বছরের শেষ ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা।

আজ (বৃহস্পতিবার) প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রেখেছে ১৮৬৭.২৫ পয়েন্ট নিয়ে। তবে তারা হারিয়েছে ১৬.২৫ পয়েন্ট। ১৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফ্রান্স আর তিনে থাকা স্পেনের পয়েন্ট ১৮৪৪.৩৩। ইংল্যান্ড চার আর ব্রাজিল ধরে রেখেছে পঞ্চম স্থান।

বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ২.১। ৮৯৬.৭১ নম্বর থেকে পয়েন্ট এখন ৮৯৮.৮১।

তিন ধাপ এগিয়ে উরুগুয়ে উঠে এসেছে ১১ নম্বরে আর একধাপ এগিয়ে জার্মানি ১০-এ। দুই ধাপ অবনমন হয়েছে বেলজিয়ামের, তারা এখন ৮ নম্বরে।

বাংলাদেশ আছে আগের ১৮৫ নম্বরেই। তবে পয়েন্ট বেড়েছে তাদের। মালদ্বীপের সঙ্গে সবশেষ দুই ম্যাচের একটিতে ১-০ গোলে হারলেও অপর ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। তাতে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ২.১। ৮৯৬.৭১ নম্বর থেকে বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৮.৮১।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত