সাফ চ্যাম্পিয়নপ বাংলাদেশ নারী ফুটবল দলকে ক্রীড়া মন্ত্রণালয় এক কোটি টাকা পুরস্কার দিয়েছিল। এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাবিনাদের দিচ্ছে দেড় কোটি টাকা অর্থ পুরস্কার।
শনিবার ছিল তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটির প্রথম সভা। টানা কয়েক ঘণ্টার সভা শেষে এই ঘোষণা এসেছে। এছাড়া সভায় কমিটিও গঠন করা হয়েছে। ফিন্যান্স কমিটি চার বছরের জন্য দায়িত্ব থাকবে সভাপতি তাবিথ আউয়ালের অধীনে। এছাড়া অন্য কমিটিগুলো হবে এক বছর মেয়াদী।
বাফুফের সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, “আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই কমিটির পক্ষ থেকে সাফজয়ী মেয়েদেরকে দেড় কোটি টাকা বোনাস দেওয়া হবে। এটাই প্রথম সিদ্ধান্ত হয়েছে।”
৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। ফেরার পর ছাদখোলা বাসে আবারও সংবর্ধনা দেওয়া হয় তাদের।