বাংলাদেশ ফুটবল ফেডারেশনে শেষ হলো কাজী সালাউদ্দিন অধ্যায়। বিপুল ভোটে জিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। তাবিথের ১২৩ ভোটের বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন কেবল ৫ ভোট।
বিপুল ভোটে জেতা তাবিথকে শুভেচ্ছা জানিয়েছে বিসিবি। আজ (রবিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ শুভেচ্ছা জানিয়েছেন তাকে। পাশাপাশি বাফুফের সঙ্গে মিলে ক্রীড়াঙ্গনের উন্নয়নের কথাও জানান ফারুক।
বিজ্ঞপ্তিতে ফারুক বলেন, ‘আমি তাবিথ মোহাম্মদ আউয়াল ও বাফুফের নতুন নির্বাহী কমিটিকে অভিনন্দন জানাই। বাংলাদেশ ফুটবলের জন্য এটা স্মরণীয় মুহূর্ত। আমার বিশ্বাস , তাবিথের নিবেদন ও ভিশন নতুন উচ্চতায় নিয়ে যাবে ফুটবলকে।’’
ফারুক আরও বলেন, ‘‘বিসিবি ক্রীড়া ফেডারেশনগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বে বিশ্বাস করে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের একই লক্ষ্যে আমরা মুখিয়ে আছি বাফুফের সঙ্গে কাজ করতে।’’