গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য বাফুফেকে জরিমানা করেছিল ফিফার শৃঙ্খলা কমিটি। সেবার জরিমানা হয়েছিল ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯ লাখ টাকা। জরিমানা দেয়ার পরও তখন বাফুফের পক্ষ থেকে বলা হয়েছিল ফুটবলের প্রতি দর্শকদের ‘অকৃত্রিম ভালোবাসা’র কথা।
এর রেশ না কাটতে আরও একবার বাফুফেকে জরিমানা করল ফিফা। গত ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য বাফুফেকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার সুইস ফ্রাঁ বা ২০ লাখ টাকা।

কিংস অ্যারেনায় হওয়া সেই ম্যাচে খেলা চলার সময় একজন দর্শক ঢুকে পড়েছিলেন মাঠে। তাতে ফিফা আচরণবিধির ১৭ নম্বর ধারা ভঙ্গ হয়েছে বলে রায় দিয়েছে ফিফার শৃঙ্খলা কমিটি। জরিমানার টাকা এক মাসের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে ফিফা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচ ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।