Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ইমরুল হাসান

ইমরুল হাসান।
ইমরুল হাসান।
[publishpress_authors_box]

প্রচন্ড বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।

শুক্রবার দুপুরে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা ২৪ ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এবং তাকে হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিটে) রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বসুন্ধরা কিংস ক্লাবের মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক জানিয়েছেন, “স্যারের বুকে ব্যাথা অনুভব করায় দ্রুত তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন। এবং তিনি সিসিইউতে আছেন। তার জন্য সবাই প্রার্থনা করবেন।”

আরও পড়ুন

সর্বাধিক পঠিত