Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

406499
[publishpress_authors_box]

এশিয়ার ক্রিকেটে নতুন “দ্বৈরথ“ হয়ে উঠেছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। ভারত পাকিস্তানের মতো এ লড়াইয়ে নতুন চোখে দেখছেন অনেকেই। ক্রিকেট মাঠের এই প্রতিদ্বন্দ্বীতা আজ একদিনের জন্য হারিয়ে যাচ্ছে। পুরো বাংলাদেশের ক্রিকেট আজ শ্রীলঙ্কা ক্রিকেট দলকে সমর্থন দিচ্ছেন। তারা আফগানিস্তানকে হারালেই যে এশিয়া কাপের সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

শুধু বাংলাদেশের জন্য নয়, আফগানিস্তানের জন্যও বৃহস্পতিবারের এই ম্যাচ গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ৪ পয়েন্ট ও পজিটিভ রান রেট নিয়ে কিছুটা নিরাপদ অবস্থানে আছে। কিন্তু এই ম্যাচে তাদেরকে নির্দিষ্ট ব্যবধানে হারিয়ে দিলে রান রেটে এগিয়ে থেকে শেষ চারে যাওয়ার সুযোগ আছে আফগানদের। তখন বাদ পড়বে লঙ্কানরা।

তবে ম্যাচের বাইরে থেকে ম্যাচে পুরোপুরি সংযুক্ত হওয়া বাংলাদেশের চিন্তা বেশি। নিজেদের কিছু করার নেই শুধু সমর্থন করা ছাড়া। ম্যাচে আফগানিস্তান যদি শুরুতে ব্যাটিং করে ৬৭ বা বেশি রানের ব্যবধানে ম্যাচ জিতে তাহলে আফগানদের সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশও।

ধরা যাক আফগানিস্তান করল ১৫০ রান, তখন শ্রীলঙ্কাকে অলআউট করতে হবে ৮৩ রানে। আফগানিস্তান ১৮০ করলে তখন জিততে হবে ৭১ রানে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার নেট রান রেট পেছনে পড়বে বাংলাদেশের। আর আফগানরা ২০০ করলে তখন জিততে হবে ৭৩ রানে।

আর আফগানরা পরে ব্যাটিং করলে অঙ্কটা হবে আরেক রকম। শ্রীলঙ্কা ১৫০ করলে আফগানদের সেই রান তাড়া করতে হবে ১১.২ ওভারে। শ্রীলঙ্কা ২০০ করলে জিততে হবে ১১.৩ ওভারে। সেক্ষেত্রে সুপার ফোরে যাবে আফগানিস্তান ও বাংলাদেশ। এই জটিল অঙ্কের চেয়ে বাংলাদেশ বরং চাইবে শ্রীলঙ্কা যেন আফগানদের হারিয়ে দেয়।

তাই এই ম্যাচের ফলাফলে ঝুলে আছে তিন দলের এগিয়ে যাওয়ার ভাগ্য।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত