জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপ নারী হকিতে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার সিঙ্গাপুরে বাংলাদেশ রোমাঞ্চকর ম্যাচে থাইল্যান্ডকে ৫-৪ গোলে হারিয়েছে।
বাংলাদেশের জোড়া গোল করেছেন অর্পিতা পাল। ১টি করে গোল করেন কনা আক্তার, নাদিরা এমা ও ফাতেমা তুজ জোহরা।
ম্যাচের শুরুতে এমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একে একে গোল করেন অর্পিতা, ফাতেমা ও কনা। মাঝে থাইল্যান্ড চার গোল করে স্কোর লাইন ৪-৪ সমতায় নিয়ে আসে। এরপর ৫৬ মিনিটে জয়সূচক গোল করেন কনা।
নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু ম্যাচ শেষে সকাল সন্ধ্যাকে বলেছেন,“ ওরা একটা বিদেশি কোচের অধীনে ট্রেনিং করেছে। ওরা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতো টিম। র্যাঙ্কিং ভালো। তাছাড়া থাইল্যান্ড দল নিয়মিত অনুশীলন ও খেলার মধ্যে থাকে। তাদের হারানো বড় অর্জন। বিকেএসপিতে আমরা দেড় মাস অনুশীলন করেছি। কোনও প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তারপরও মেয়েরা দারুণ খেলেছে। এই ম্যাচের আত্মবিশ্বাস পরের ম্যাচে কাজে লাগবে।”
রবিবার দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকলে বাংলাদেশের রয়েছে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।