মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের গত আসরের মতো এবারও বাংলাদেশের গ্রুপে শক্তিশালী ভারত ও পাকিস্তান। ১৭ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে শুরু হচ্ছে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ অক্টোবর।
প্রথম ম্যাচেই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর ২৩ অক্টোবর প্রতিপক্ষ ভারত। যারা এই টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন।
অন্য গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। সর্বশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার অভিযান বাংলাদেশের সামনে।
সবগুলো ম্যাচ হবে নেপালের দশরথ স্টেডিয়ামে। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ৩০ অক্টোবর ফাইনাল।