দশরথ রঙ্গশালায় নেপালের মেয়েদের সারাক্ষণ উৎসাহ দিয়ে গেছেন স্থানীয় দর্শকেরা। আবারও সাফের সেমিফাইনালে নেপাল, দর্শকদের আনন্দ তাই একটু বেশিই ছিল।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার নেপাল ৬-০ গোলে হারিয়েছে ভুটানকে। নেপালের এই জয়ে বাংলাদেশেরও সেমিফাইনাল প্রতিপক্ষ নির্ধারন হয়েছে। ২৭ অক্টোবর সেমিফাইনালে এ গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ পাচ্ছে ‘বি’ গ্রুপের রানার্স আপ ভুটানকে।
নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বুধবার ভারতকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
২০২২ সালে কাঠমান্ডুতেই বাংলাদেশ সাফের সেমিফাইনালে ভুটানকে পেয়েছিল। সেই ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনারা। তবে সেই ভুটানের অতীত ও বর্তমান দলে পার্থক্য অনেক। তারা এবার গ্রুপপর্বের কোনও ম্যাচ হারেনি। শক্তিশালী নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-১ গোলে জয় পায় এবং বৃহস্পতিবার মালদ্বীপকে ১৩-০ গোলে হারিয়েছে।
৩ ম্যাচ শেষে নেপাল ও ভুটানের সমান ৭ পয়েন্ট। গোলগড়ে নেপালের চেয়ে মাত্র ১ গোলে পিছিয়ে থাকায় ভুটান ‘ব ‘ গ্রুপের রানার্স-আপ হয়েছে।
প্রতিপক্ষ যে দলই হোক না কেন বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন তাদের সমীহর চোখে দেখছেন, “ এবার প্রতিটি দলই খুবই ভালো এবং যাদের সম্পর্কে আগাম কিছু বলা কঠিন। ভুটান আজ মালদ্বীপকে ১৩ গোল দিয়েছে। তাই ওদেরকে হালকা ভাবছি না। তবে নিজেদের সেরাটা খেলে ফাইনালে উঠতে চাই আমরা।”