সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে রবিবার বাংলাদেশ যুব হকি দল ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে। অন্য ম্যাচে মেয়েদের দল ২-১ গোলে হারিয়েছে হংকং চায়নাকে।
ছেলেদের দলে বাংলাদেশের ৭ গোলের ৫টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। এই ৫টি গোলই করেছেন আমিরুল ইসলাম। ম্যাচের ১১ থেকে ৩৮ এই ২৭ মিনিটের মধ্যে আমিরুল পাঁচ গোল করেন।
৯ ও ১২ মিনিটে একটি করে ফিল্ড গোল করেন জয় ও রকিবুল। স্বাগতিক সিঙ্গাপুর এতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি।
সকালে ছেলেদের ম্যাচের পর বিকেলে মেয়েরা হংকং চায়নার মুখোমুখি হয়। ১৩ মিনিটে হংকং গোল করে এগিয়ে যায়। এরপর ২৯ মিনিটে রিয়া আইরিন সমতা আনেন।
তৃতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ কনা আক্তারের গোলে এগিয়ে যায়। ম্যাচের শেষ আট মিনিট বাংলাদেশ সেই অগ্রগামীতা ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে।
মেয়েদের দল শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৫-৪ গোলে জিতেছিল। রবিবারও জয়ের ধারাবাহিকতা ধরে রাখল । সোমবার মেয়েদের খেলা নেই। তবে ছেলেরা ‘এ’ গ্রুপে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।