Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

আফগানদের বিপক্ষে শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

u-19 asia cu[p
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

চলতি মাসেই যুব এশিয়া কাপ হবে আরব আমিরাতে। গতকাল আসরের সূচি ঘোষণা করা হয়েছে। তাতে টুর্নামেন্টের প্রথমদিন মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বি গ্রুপে তাদের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ২৯ নভেম্বর।

যুব এশিয়া কাপ এ নিয়ে তৃতীয়বার আরব আমিরাতে হচ্ছে। গতবার আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ যুব দল। সেমিফাইনালে মাত্র ১ রানে ভারতকে হারিয়ে সেবার ফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা।

এবার প্রথম যুব এশিয়া কাপের শিরোপা আনন্দ আরেকবার ছড়িয়ে দেওয়ার পালা। ২৯ নভেম্বর গ্রুপের অপরম্যাচে নামবে শ্রীলঙ্কা ও নেপাল। এই চার দলকে রাখা হয়েছে বি গ্রুপে। এ গ্রুপে ভারত, পাকিস্তান ও আরব আমিরাতের সঙ্গে আছে জাপান। দেশটি এই প্রথম যুব এশিয়া কাপে খেলছে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ১ ডিসেম্বর। ৩ ডিসেম্বর শেষ গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনাল হবে ৬ ডিসেম্বর। গ্রুপে চার দলের মধ্যে সেরা বা রানার্সআপ হওয়ার ওপর নির্ভর করছে বাংলাদেশ সেমিতে কাকে প্রতিপক্ষ হিসেবে পায়।

টুর্নামেন্টের ফাইনালে ৮ ডিসেম্বর দুবাইতে। কিছুদিন আগে ঘরের মাঠে আরব আমিরাতের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত