Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

আবারও ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ

নারী দলকে অলিম্পিক বাছাইয়ে পাঠায়নি বাফুফে।
নারী দলকে অলিম্পিক বাছাইয়ে পাঠায়নি বাফুফে।
[publishpress_authors_box]

সর্বশেষ নারী সাফ চ্যাম্পিয়নশিপের মতো এবারও বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের গ্রুপে। শনিবার ঢাকায় হয়েছে সাফের কংগ্রেস। সেখানে হয়েছে এই টুর্নামেন্টের ড্র।

২০২২ সালে কাঠমান্ডুতে নারী সাফে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। আবারও নারী সাফ অনুষ্ঠিত হবে কাঠমান্ডুতে। এই টুর্নামেন্টের আগে সিনিয়র নারী সাফ ও অনূর্ধ্ব-১৭, ২০ টুর্নামেন্টের ড্র হয়েছে কংগ্রেসে।

সাফের ৭টি দেশই নারী সাফে অংশ নেবে। এখানে ফিফার র‍্যাঙ্কিং অনুযায়ী ড্র হয়েছে। প্রথম পটে ছিল স্বাগতিক নেপাল ও শীর্ষ র‍্যাঙ্কিংধারী ভারত। স্বাগতিক নেপাল ‘বি’ গ্রুপে আর ভারত পড়েছে ‘এ’ গ্রুপে। বাংলাদেশ ছিল দ্বিতীয় পটে শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে পড়ে। এই গ্রুপের তৃতীয় দল পাকিস্তান। গতবার ভারত, পাকিস্তানের গ্রুপে বাংলাদেশের সঙ্গে ছিল মালদ্বীপ। এবার বাংলাদেশের গ্রুপে তিনটি দলই। ভুটান ‘বি’ গ্রুপে পড়ায় চার দল হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ছাদখোলা বাসে বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। তিন দলের গ্রুপে পড়ায় সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে গেল বাংলাদেশের। অপেক্ষাকৃত দুর্বল পাকিস্তানকে হারাতে পারলেই পরের পর্ব নিশ্চিত হবে বাংলাদেশের। ১৭-৩০ অক্টোবর কাঠমান্ডুতে হবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত।

সিনিয়র নারী সাফের আগে পুরুষদের দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র হয়েছে। অনূর্ধ্ব-১৭ ও ২০ দুই টুর্নামেন্টেই বাংলাদেশ এ গ্রুপে পড়েছে। অনূর্ধ্ব-২০ এ বাংলাদেশের গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। অনূর্ধ্ব-১৭ তে ভারত ও মালদ্বীপ। ১৬-২৬ আগস্ট নেপালে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আর অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ১৮-২৬ সেপ্টেম্বর ভুটানে।

সিনিয়র নারী সাফ

‘এ’ গ্রুপ- ভারত, বাংলাদেশ, পাকিস্তান

‘বি’ গ্রুপ- নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত