Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

কয়েক ঘণ্টাতেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

india - bangladesh
[publishpress_authors_box]

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইতে। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৫ হাজার। এত টিকিট বিক্রি হতে কিছু সময় লাগার কথা। অন্তত এক দিন। অথচ ভারতের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি হলো কয়েক ঘণ্টার মধ্যেই।

শুধু তাই নয়, দুবাই স্টেডিয়ামে হতে যাওয়া ভারত পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়েছে মাত্র ১ ঘণ্টায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে।

সর্বশেষ কয়েকটি আইসিসি টুর্নামেন্টেই মুহূর্তের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যাওয়া পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। দুই দলের অনিয়মিত ক্রিকেট লড়াই এ উত্তেজনা তৈরি করেছে।  

গতকাল দুবাইয়ের স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। এরপরই টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের। ভারতীয় সংবাদ সংস্থা আইএনএসে এক সমর্থক বলেছেন এভাবে, ‘লাইন যে লম্বা হবে, সেটা আমিও বুঝেছি। কিন্তু যে গতিতে টিকিট শেষ হয়ে গেল, সেটা অবাক করার মতো। যখনই লাইনে নিজের জায়গাটা পাকাপোক্ত করলাম, তখন দেখি মাত্র দুই ধরনের টিকিট বাকি আছে, যা আমার বাজেটের বাইরে।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনলাইনেও টিকিটের একই দশা। অনলাইনে এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো ধরনের টিকিট পাচ্ছেন না সমর্থকেরা। আইসিসির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ভারত–পাকিস্তান, ভারত–বাংলাদেশ ও ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ। ভারত পাকিস্তানের ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি।

এ ছাড়া দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ। দুবাইয়ে ম্যাচ হবে সব মিলিয়ে চারটি। তবে ভারত ফাইনালে উঠলে পাঁচটি। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। মূলত এই টুর্নামেন্টের আয়োজকও পাকিস্তান। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত