Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

‘বাংলাদেশকে হারাতে সমস্যা হবে না ভারতের’

বাংলাদেশ-ভারত টেস্টের একটি মুহূর্ত (ফাইল ছবি)
বাংলাদেশ-ভারত টেস্টের একটি মুহূর্ত (ফাইল ছবি)
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইটওয়াশ করে এসেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এবার মিশন ভারত। এই সফরেও রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পাকিস্তানকে বিধ্বস্ত করে আসা বাংলাদেশকে ‘হাল্কাভাবে’ নিচ্ছেন ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে হারাতে তেমন সমস্যাই হবে না ভারতের।

পাকিস্তানে অলরাউন্ড পারফর্ম করেছে বাংলাদেশ। প্রত্যেক খেলোয়াড় নিজেদের জায়গা থেকে অবদান রেখেছেন। পাকিস্তান থেকে পাওয়া আত্মবিশ্বাস এখন ভারতকে হারানোর অনুপ্রেরণা জোগাচ্ছে নাজমুল হোসেন শান্তদের। যদিও ভারতের মাটিতে বাংলাদেশের জেতার সম্ভাবনা দেখছেন না কার্তিক। বরং রোহিত শর্মারা বাংলাদেশকে সহজেই হারাবে বলে মনে করছেন তিনি।

ভারতের সাবেক উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক। ছবি: এক্স

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে কথা বলেছেন কার্তিক। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, ভারতকে হারিয়ে দেওয়া সামর্থ্য বাংলাদেশের আছে? উত্তরে কার্তিক বলেছেন, “ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ।”

এরপর সরাসরিই বলে দিয়েছেন, “পাকিস্তানে ভালো খেলেছে বাংলাদেশ। কিন্তু আমার মনে হয় না, বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে।”

এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর কথাও প্রায় একই ছিল। বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গে তিনি বলেছিলেন, “বাংলাদেশ জিতবে বলে আমার মনে হয় না। ভারতই সিরিজ জিতবে।”

আগামী ১৫ সেপ্টেম্বর ভারতে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট শুরু হবে। সূচি অনুযায়ী কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। এরপর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টি দিয়ে ৩ ম্যাচের সিরিজ শেষ হবে ১২ অক্টোবর।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত