Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পাকিস্তান জয় ভারত সিরিজের অনুপ্রেরণা

মুশফিক-সাকিবের জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ছবি: এক্স
মুশফিক-সাকিবের জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ছবি: এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে নতুন কীর্তি গড়েছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার পরই চোখ রাখছে ভারতে। কারণ বাংলাদেশের পরের সিরিজ ভারতের মাটিতে। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এই জয় ভারত সিরিজে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্ট হয়েছে আসলে চার দিন। প্রথম দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। চার দিনে নেমে আসায় এই টেস্ট ড্র হবে বলেই মনে করছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬ উইকেটের স্মরণীয় জয় পেয়েছে।

বিদেশের মাটিতে এই প্রথম বড় দলের বিপক্ষে সিরজ জিতল বাংলাদেশ। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও ক্যারিবিয়ানদের ওই দলটি ছিল দ্বিতীয় সারির। সেই হিসাবে বাংলাদেশের এবারের জয়টি থাকবে ওপরের সারিতে।

পূর্ণশক্তির পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ দল। এখনই ভারত সিরিজে চোখ রাখছেন অধিনায়ক শান্ত। অবশ্য খুব একটা সময়ও নেই। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের শুরু হচ্ছে প্রথম টেস্ট।

এই সিরিজে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের গুরুত্বপূর্ণ হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন তিনি, “পরের সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জয় নিশ্চিতভাবেই আমাদের আত্মবিশ্বাস জোগাবে। মুশি ও সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে আমাদের। ভারতে তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন।”

প্রথম ইনিংসে চমৎকার বল করেছেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রানে নেন ৫ উইকেট। এরপর ব্যাট হাতে খেলেছেন গুরুত্বপূর্ণ ৭৮ রানের ইনিংস। বল-ব্যাটে মিরাজের এই ম্যাজিক চলমান থাকবে বলে বিশ্বাস শান্তর, “এই উইকেটে সে (মিরাজ) যেভাবে ৫ উইকেট নিয়েছে, সত্যি আকর্ষণীয়। আশা করছি, ভারতের বিপক্ষেও সে একই কাজ (পারফরম্যান্স) করবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত