Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

উইন্ডিজ পারেনি, বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

7
[publishpress_authors_box]

নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে গেলো বাংলাদেশ নারী দল। আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। এ নিয়ে টানা দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা।

ওয়েস্ট ইন্ডিজের নারীদের বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গ হলো মাত্র চারটি বলের জন্য। শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটা নির্দিষ্ট ওভারের মধ্যে ম্যাচ জিততে হতো ক্যারিবিয়ানদের।

উইন্ডিজের সামনে থাইল্যান্ড টার্গেট দিয়েছিল ১৬৭ রানের। বিশ্বকাপ নিশ্চিত করতে হলে ওই রান ১০.১ ওভারের মধ্যে জিততে হতো তাদের। কিন্তু ৪ উইকেটে ১৬৮ তে পৌঁছাতে উইন্ডিজের ১০.৪ ওভার লেগে যায়। আর তাতেই ক্যারিবিয়ানদের হতাশার সাগরে ভেসে যায়।

থাইল্যান্ডের বিপক্ষে উইন্ডিজ জিতলেও কোনও লাভ হয়নি। লাভ হয়েছে বাংলাদেশের। লাল-সবুজের মেয়েরা হোটেলে বসেই বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ সাগরে ভেসে গেছেন। বিসিবি প্রধান ফারুক আহমেদ মেয়েদের অভিনন্দন জানিয়েছেন, “মেয়েদের অভিনন্দন। বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার জন্য। কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে তাদের নিরলস প্রচেষ্টার জন্য ধন্যবাদ।”

পাকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে ৬ দলের মধ্যে দুই দল সরাসরি মূল পর্বে খেলার টিকিট পাবে। বাংলাদেশের চেয়েও ফেভারিটের তালিকায় এগিয়ে ছিল উইন্ডিজ ও পাকিস্তান। কিন্তু শুরুতে উইন্ডিজকে স্কটল্যান্ড হারিয়ে দেওয়ায় পথ সহজ হয় বাংলাদেশের। শনিবারও সেই উইন্ডিজ অঙ্ক মেলাতে পারেনি থাইল্যান্ডের বিপক্ষে।

তাই উইন্ডিজের বিপক্ষে হারলেও ক্যারিবিয়ানদের টপকে এগিয়ে যাওয়ার পথ তৈরি হয় জ্যোতিদের। তবুও শেষ দিন নানা সমীকরণের জটিলতা সামনে আসে। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জিতলে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত। কিন্তু পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় জটিল হয় হিসাব।

তাকিয়ে থাকতে হয় উইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে। ওই ম্যাচে উইন্ডিজ কত রানের ব্যবধানে জেতে সেটাই ছিল প্রশ্ন। কিন্তু উইন্ডিজ আগে ব্যাটিং না পাওয়ায় প্রথম ধাক্কা খায়। তাও বেশি উইকেটের ব্যবধানে জিতলে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ নিশ্চিত হতো।

কিন্তু তার কিছু্ হয়নি। নির্ধারিত ওভারে ম্যাচ শেষ করতে ব্যর্থ হওয়ায় উইন্ডিজকে বাছাইপর্বতেই থামতে হয়। পাকিস্তানের সঙ্গে হাত রেখে বিশ্বকাপে পা দেয় বাংলাদেশ। আগে থেকেই স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে যোগ দিয়েছে তারা।  

২০২২ বিশ্বকাপে প্রথমবার ওয়ানডে আসরে খেলার সুযোগ পান বাংলাদেশ নারীরা। ওই আসরেই পাকিস্তানের বিপক্ষে জিতে প্রথম আসরেই ম্যাচ জেতার ইতিহাস তৈরি করে বাংলাদেশ। তবে সেবার বাছাইপর্ব নয়, র‌্যাঙ্কিংয়ের কল্যাণে বিশ্বকাপ খেলার সুযোগ আসে। কিন্তু এবার নিগার সুলতানা জ্যোতিরা বাছাইপর্ব খেলেই বিশ্বকাপ নিশ্চিত করলেন।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত