Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

চেনা ছন্দে সিরিজ জয় বাংলাদেশ নারীদের

bangladesh women
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

প্রথম ম্যাচে যে দৃশ্যপটে জয় এসেছিল, দ্বিতীয় ম্যাচেও একই পথে এগিয়ে জিতল বাংলাদেশ নারী দল। আয়ারল্যান্ড নারী দলকে এবার ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচের মতো ফিফটি এসেছে ফারজানা হক পিংকির ব্যাট থেকে। রান পেয়েছেন শারমিন সুপ্তাও।

আয়ারল্যান্ডের দেওয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে ১৯৭ রান করে বাংলাদেশ।

শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন (৬)। মুর্শিদা ফিরলেও প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় শারমিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৮৫ রানের দারুণ জুটি গড়েন পিংকি।

৮৯ বলে ৫০ রানে হাফসেঞ্চুরি পূরণ করেই ফিরলেন ফারজানা। সর্বশেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ৯৬ রানের ইনিংস খেলা ব্যাটার আজ করেন ৪৩ রান। জ্যোতিকে সঙ্গ দিতে নেমে দ্রুত ফেরেন ১৬ রান করা শবনম মোস্তারিও। তবে পঞ্চম উইকেটে স্বর্ণা আক্তারের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অধিনায়ক জ্যোতি।

দলের জয়ের জন্য যখন ১২ রান প্রয়োজন ঠিক তখনই ৪০ রানে বোল্ড হন জ্যোতি। তবে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছেন ২৯ রান করা স্বর্ণা। তার সঙ্গে ৪ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন।

এ জয়ে নারী সুপার লিগে ১৭ পয়েন্ট নিশ্চিত করলা বাংলাদেশ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত