সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে বড় স্কোর করতে দেয়নি বাংলাদেশ। অবশ্য লড়াইয়ের পুঁজি পেয়েছেন তারা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৯৩ রান সফরকারীদের।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দলের দেওয়া ২৫৩ রানের লক্ষ্যে নেমে মাত্র ৯৮ রান করেছিল আইরিশরা। সেই তুলনায় দ্বিতীয় ম্যাচে দলটির ব্যাটিং উন্নতি দারুণ।
ম্যাচের আগের দিন মিরপুর স্টেডিয়ামের সামনের জায়গায় তাদের রিকশা রাইডের ব্যবস্থা করেছিল বিসিবি। অন্যরকম অভিজ্ঞতা আইরিশ নারীদের চাপমুক্ত করেছে। তার প্রতিফলন শনিবারের ম্যাচে তাদের ব্যাটিং পারফরম্যান্সে।
দুইশোর কাছাকাছি স্কোরের দিনে সর্বোচ্চ ৬৮ রান এনেছে অ্যামি হান্টারের ব্যাট থেকে। সঙ্গে ওরলা পেন্ডারগাস্ট ৩৭ ও লরা ডেলানি ৩৩ রান করেছেন। শেষদিকে উনা-রেমন্ড ১৮ বলে ২১ রানে আইরিশদের রান সমৃদ্ধ হয়।
বাংলাদেশের সুলতানা খাতুন ২টি, নাহিদা ও স্বর্ণা একটি করে উইকেট নেন।