Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
জুনিয়র এএইচএফ কাপ

চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

dddd
[publishpress_authors_box]

জুনিয়র এএইচএফ কাপ (এশিয়ান হকি ফেডারেশন) হকিতে  অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২১ এই টুর্নামেন্টে রবিবার বাংলাদেশ ফাইনালে ৪-২ গোলে হারিয়েছে চীনকে।

ফাইনালে প্রথম কোয়ার্টারে গোল করতে পারেনি কোনও দলই। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ৩ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ২২-২৭ মিনিটের মধ্যে বাংলাদেশ ৩ গোল আদায় করে। মোহাম্মদ রাকিবুল হাসান দুটি ফিল্ড গোল ও আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চীন দারুণভাবে খেলায় ফেরে। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করলে খেলায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে। চীনে সমতা আনার আগেই ৫৩ মিনিটে মোহাম্মদ জয় ফিল্ড গোল করে ব্যবধান বাড়িয়ে ৪-২ করেন।

ছেলেরা চ্যাম্পিয়ন হলেও রানার্স আপ হয়েছে মেয়েরা। এই বিভাগে মাত্র ৭ দল হওয়ায় সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হয়েছে। বাংলাদেশ নারী দল ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে দ্বিতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করেছে। রবিবার শেষ ম্যাচে বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত