গত ওয়ানডে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে কোনও আনুষ্ঠানিক ফটোসেশন হয়নি। তবে টাইগারদের জার্সি উন্মোচন করা হয়েছিল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বেলায় ফটোসেশন হলেও জার্সি উন্মোচন হয়নি। সেটাই হল রবিবার মধ্যরাতে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কোয়াডের গ্রুপ ছবি আকারে প্রকাশ করা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি। ধারণা করা হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থানরত দলের টিম হোটেলে তোলা ছবি।
জার্সির নকশা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও ছবিটি পোস্ট করে বিসিবি লিখেছে, ‘‘প্রথমবারের মতো দেখুন এটা ! খেলোয়াড়েরা সেজেছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ আইসিসি ছেলেদের বিশ্বকাপের অফিশিয়াল কিটে।’’
বিশ্বকাপের জার্সি তৈরি করা হয়েছে যথারীতি লাল-সবুজের মিশেলে বাংলাদেশের ঐতিহ্য ও গৌরব ধারণ করে। সামনে বাংলাদেশের নাম লেখা সাদা রঙে। খেলোয়াড়ের নাম ও নম্বর ব্যবহার করা হয়েছে পেছনে। বুকের একপাশে বিসিবি, অন্য পাশে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো।
লাল রং ব্যবহার করা হয়েছে জার্সির কাঁধ থেকে বাহু পর্যন্ত স্ট্রাইপ হিসেবে। বুকের দুই ধারে আছে হালকা সোনালি স্ট্রাইপ। আর জার্সিতে সবুজ রঙের আধিক্য রয়েছে যথারীতি।
বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ সময় ২ জুন। বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ডি’তে বাংলাদেশের আরও তিন প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস।