বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর শুরু ২৬ মে। গত আসর পল্টন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও এবার খেলা হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
এ টুর্নামেন্টে এবার খেলবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের ১২টি দল- পোল্যান্ড, কেনিয়া, উগান্ডা, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরাক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ-বাংলা অডিটরিয়ামে এ টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
টানা ৩ বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল এবারও শিরোপায় চোখ রাখছে। সেই স্বপ্ন দেখছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। এ প্রসঙ্গে হাবিবুর রহমান জানান, “আমাদের ছেলেদের অনুশীলন খুব ভালো হয়েছে। সারা দেশ থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে এবারও গড়া হয়েছে দল। এবার নতুন কয়েকটি দেশ আসছে। এখানে আছে শক্তিশালী জাপান, কোরিয়া। কিন্তু বাংলাদেশ আশা করি এদের হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের কাছে রাখতে পারবে।”
প্রতিযোগিতায় আসার কথা ছিল উপমহাদেশের অন্যতম শক্তিশালী কাবাডি দল পাকিস্তানের। কিন্তু প্রস্তুতির ঘাটতির কারণে তারা আসতে পারবে না বলে জানিয়েছেন হাবিবুর রহমান।
টুর্নামেন্টের সব কয়টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস।