দাপট ছিল শুরু থেকে। তবে নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাকাওয়ের বিপক্ষে গোলের অপেক্ষা বাড়ছিল বাংলাদেশের। বিরতির আগে কেবল এক গোলই পায় সাইফুল বারী টিটুর দল।
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে মঙ্গলবার বিরতির পর আর প্রতিরোধ গড়তে পারেনি ম্যাকাও। বাংলাদেশ জিতেছে ৭-০ গোলে। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল একাই করেন ৪ গোল।
ফল
বাংলাদেশ ৭ : ০ ম্যাকাও
এই জয়ে মূল পর্বে খেলার আশা বেঁচে রইল বাংলাদেশের। ৩ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। ২ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে কম্বোডিয়া ও আফগানিস্তান।
নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ জিতলে বা ড্র করলে সুযোগ তৈরি হতে পারে ফয়সালদের। প্রথম ম্যাচে কম্বোডিয়ার কাছে হারার পর ফিলিপাইনকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
মঙ্গলবার ম্যাকাওকে বিধ্বস্ত করে আফগানদের বার্তাও দিয়ে রাখল তারা। বাছাইপর্বের দশটি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলবে আগামী বছর।
৪০ মিনিটে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে ডান পায়ের টোকায় বাংলাদেশকে এগিয়ে দেন ফয়সাল। ৬৫ মিনিটে ব্যবধান ২-০ করেন মোহাম্মদ মানিক।
৭১ মিনিটে রিফাত কাজীর শট গোলকিপারের গায়ে লেগে জড়ায় জালে। ৭৩ মিনিটে আত্মঘাতি গোলে ব্যবধান হয় ৪-০। বাকি সময়টা শুধুই ফয়সালের। ৭৪, ৮২ ও ৮৪ মিনিটে তিনবার বল জালে পাঠিয়ে ৭-০ ব্যবধানের জয় এনে দেন তিনি।