Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
জুনিয়র এএইচএফ কাপ হকি

চাইনিজ তাইপেকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশের ছেলেরা। ফাইল ছবি।
জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে বাংলাদেশের ছেলেরা। ফাইল ছবি।
[publishpress_authors_box]

সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচএফ (এশিয়ান হকি ফেডারেশন) কাপে একই দিনে দুটো জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমে মেয়েরা ইন্দোনেশিয়াকে গ্রুপ পর্বের ম্যাচে ১০-১ গোলে হারিয়েছে। এরপর ছেলেরা সেমিফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়েছে ৫-১ গোলে।

ছেলেদের ম্যাচের শুরুর ৫ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু গোল শোধে মরিয়া বাংলাদেশ দ্রুতই ম্যাচে ফিরেছে। বাংলাদেশও ঠিক পরক্ষণেই মোহাম্মদ জয়ের গোলে সমতায় ফেরে। এরপর ১৬ ও ৩১ গোলে দুই গোল করেন মোহাম্মদ আমিরুল।

এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো পারফরম্যান্স এখন পর্যন্ত আমিরুলের। এছাড়া মোহাম্মদ আবদুল্লাহ ২৩ ও ৫৮ মিনিটে দুই গোল করেন।

জুনিয়র এশিয়া কাপে মেয়েরা

ছেলেরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছিল আগেই। এবার ইন্দোনেশিয়াকে হারিয়ে মেয়েরাও কোয়ালিফাই করেছে জুনিয়র এশিয়াকে।

জুনিয়র এশিয়া কাপে ওঠার উল্লাস বাংলাদেশের মেয়েদের। ছবি: সংগৃহীত।

ম্যাচে অর্পিতা পাল ৩টি, রিয়া আফরিন ও কনা আক্তার জোড়া গোল, নাদিরা, সানজিদা ও লিমা একটি করে গোল করেন। এই জয়ে বাংলাদেশ অ-২১ নারী দলের জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত হয়।

সিঙ্গাপুরে জুনিয়র এএইচএফ কাপ নারী ও পুরুষ উভয় টুর্নামেন্ট চলছে। নারী বিভাগে ৭ দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলছে। ৫ ম্যাচ শেষে বাংলাদেশ পয়েন্ট ১২ নিয়ে তৃতীয় স্থানে। ৭ দলের মধ্যে শীর্ষ চার দল জুনিয়র এশিয়া কাপ খেলবে।

বাংলাদেশের আরেক ম্যাচ বাকি থাকলেও তৃতীয় স্থান সুসংহত হওয়ায় জুনিয়র এশিয়া কাপ নিশ্চিত হয়েছে।

২০১৯ সালে এই সিঙ্গাপুরেই এই অ-২১ টুর্নামেন্ট প্রথম বার খেলতে গিয়েছিল নারীরা। সেই টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ জিতেছিল। এরপর নারী হকি নিয়ে আর কাজ হয়নি সেভাবে। গত বছর ওমানে ফাইভে এ সাইডের পর এবার সিঙ্গাপুরে এএইচএফ কাপে দল পাঠায় বাংলাদেশ। এজন্য বিকেএসপিতে প্রায় মাসখানেক অনুশীলন হয়েছে। প্রস্তুতি ও পরিকল্পনার ফল পেয়েছে বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে উঠতে পেরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত