Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ-মুশফিকের ৭, সাকিবের ৭০৭

m1
Picture of রাহেনুর ইসলাম

রাহেনুর ইসলাম

তিন ফরম্যাটের মধ্যে টেস্টটাই সবচেয়ে খারাপ খেলে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষেই যেমন এতদিন জেতা হয়নি কোনও টেস্ট। সেই অতৃপ্তি দূর হলো এতদিনে। রাওয়ালপিন্ডিতে আজ প্রথমবার পাকিস্তানকে হারাল বাংলাদেশ। এই ম্যাচে হয়েছে কিছু কীর্তিও। দেখে নেওয়া যাক সেগুলো।

বিদেশে সপ্তম টেস্ট জয়

দেশেই টেস্টে পাত্তা পায় না বাংলাদেশ। হারতে হয়েছে আফগানিস্তানের মতো নবাগত দলের সঙ্গেও। সেখানে বিদেশে টেস্ট জেতাটা বিশেষ কিছু। রাওয়ালপিন্ডিতে রবিবারে জয়টা ছিল বিদেশে বাংলাদেশের সপ্তম টেস্ট জয়। ২০০৯ সালে আর্নস ভেলে ওয়েস্ট ইন্ডিজের (খেলেছিল দ্বিতীয় সারির দল) বিপক্ষে জয়টা ছিল বিদেশে বাংলাদেশের প্রথম।

সাতবার ম্যাচ সেরা মুশফিক

টেস্টে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ম্যাচ সেরা হয়েছিলেন বাংলাদেশের হয়ে যৌথ সর্বোচ্চ ৬বার। রাওয়ালপিন্ডিতে সেরা হয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মুশফিক। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ৭বার ম্যাচ সেরা হওয়ার রেকর্ড এখন তার। মুমিনুল হক ৪ আর তামিম ইকবাল ম্যাচ সেরা হয়েছেন ৩ বার।

সাকিবের ৭০৭

আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭০৭ উইকেটের রেকর্ড এখন সাকিব আল হাসানের। তার টেস্ট উইকেট ২৪১, ওয়ানডেতে ৩১৭ আর টি-টোয়েন্টিতে ১৪৯টি। বাঁ-হাতি বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের ডেনিয়েল ভেট্টরির। এছাড়া রবীন্দ্র জাদেজার উইকেট ৫৬৮, রঙ্গনা হেরাথের ৫২৫ আর সনৎ জয়াসুরিয়ার ৪৪০টি।

বাংলাদেশের ৯

১১ দলের মধ্যে ৯টির বিপক্ষেই টেস্ট জিতল বাংলাদেশ। বাকি রইল শুধু দক্ষিণ আফ্রিকা আর ভারত। প্রোটিয়াদের বিপক্ষে ১৪ টেস্টে হার ১২টিতে, ড্র ২ ম্যাচে। আর ভারতের বিপক্ষে ১৩ টেস্টে হার ১১ ড্র ২টিতে।

পাকিস্তানের ৬

প্রথম ইনিংসে ৪৪৮ বা বেশি রান করেও পাকিস্তান হেরেছে ৬ টেস্টে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭৯ করে হেরেছিল তারা, সেই ম্যাচটাও হয়েছিল রাওয়ালপিন্ডিতে। আর ১৯৭২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৮ উইকেটে ৫৭৪ রানে ইনিংস ঘোষণা করে। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩৮, একই বছর ওভালে ইংল্যান্ডের সঙ্গে ৫০৪, ২০১৪ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫১ আর রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ৪৪৮ করেও হেরেছে পাকিস্তান।  

৪০০’র পরও জয়

এর আগে প্রথম ইনিংসে ৪০০ বা বেশি রান দিয়ে কোনও টেস্ট জিতেনি বাংলাদেশ। সেই ইতিহাস বদলাল রাওয়ালপিন্ডিতে। ২০১৪ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৭৪ রান দিয়ে জেতাটা ছিল বাংলাদেশের এতদিনের সেরা।

১৪তম টেস্টে সাফল্য

পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে প্রথম জয় পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় ছিল ১৮তম ম্যাচ আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬তম টেস্টে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে জয় এসেছিল ১০, জিম্বাবুয়ের সঙ্গে ৭, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার সঙ্গে ৫, আফগানিস্তানের ২ আর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেই।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত