শুরুতে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা ছিল বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরার। কিন্তু সুদান সৌদি আরব ছেড়ে চলে যাওয়ায় বিকল্প হিসেবে সৌদি আরবের স্থানীয় ক্লাব আল ওয়েদাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত দেড়টায়। যেহেতু ম্যাচটি রুদ্ধদ্বারে হবে তাই এই ম্যাচ কোথাও সম্প্রচার করা হবে না। খেলাও দেখা যাবে না কোথাও।
সৌদি আরবের তায়েফে প্রায় দুই সপ্তাহ ধরে অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে প্রস্তুতির ফাঁকে মূলত আফ্রিকার সুদানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল।
সৌদি আরবে তায়েফের আল ওয়েদাত ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে দলের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বলেন, “আমাদের দলের সুদানের বিপক্ষে খেলার কথা ছিল। কিন্তু তা হয়নি। এখন তায়েফের তিনটি দল ছিল তালিকায়। এর মধ্যে আল ওয়েদাত ক্লাব খেলার মধ্যে আছে। আশা করি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচ হবে।’
কাবরেরার দলে হামজা চৌধুরী ছাড়া বাকি সবাই অনুশীলন করে যাচ্ছে। সর্বশেষ ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামও যোগ দিয়েছেন। হামজা ইংল্যান্ড থেকে ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে। একদিন হবিগঞ্জে থেকে এরপর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ২৭ বছর বয়সী ফুটবলারের।