Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

শান্তদের হুঁশিয়ারি হৃদয় ভাঙা নেপালের

ডি
[publishpress_authors_box]

ঐতিহাসিক জয়ের খুব কাছে ছিল নেপাল। দক্ষিণ আফ্রিকার ১১৫ রানের জবাবে ২ উইকেটে ৮৫ করেছিল তারা। তাবরাইজ শামসি ৪ উইকেট নিয়ে ম্যাচে ফেরান দক্ষিণ আফ্রিকাকে। শেষ ওভার দরকার ছিল ৮ রান আর শেষ বলে ২।

সেটাই নেওয়া হয়নি আর। ১ রানে হেরে হৃদয় ভাঙে নেপালের। গ্যালারিতেই কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। সুপার এইটে যাওয়ার আর কোন পথ নেই তাদের। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটা শুধুই আনুষ্ঠানিকতার।

এমন ম্যাচেও নাজমুল হোসেন শান্তদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন নেপালের অধিনায়ক রোহিত পাওডেল, ‘‘আমরা সুপার এইটের অঙ্কটা জানতাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে (বাংলাদেশকে) হারাতে চাই।’’

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আত্মবিশ্বাস বাংলাদেশের সঙ্গে কাজে লাগাতে চান রোহিত, ‘‘আমরা দেখিয়েছি যে এখানে কেন এসেছি। এই ফল বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস জোগাবে আমাদের। আমরা খুব কাছে গিয়েছিলাম, হয়তো কঠিন সময়ে ঠিকঠাক খেলতে পারেনি, তবে লড়াই করেছি। আমরা যখন বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলবো, তখন আরও উন্নতি করব।’’

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন রোহিত, ‘‘ বিশ্বকাপজুড়ে সমর্থন করায় সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত