Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের ‘রোগটা’ মাঝের ওভারে, প্রতিকার কী

৭৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মিরাজ। ছবি : ক্রিকইনফো
৭৭ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি মিরাজ। ছবি : ক্রিকইনফো
[publishpress_authors_box]

পুঁজি ছিল ৩২১ রানের। তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩১ রানে হারায় ৩ উইকেট। তারপরও বছরের শেষ ওয়ানডেটা জেতা হয়নি বাংলাদেশের। ২৫ বল বাকি থাকতে ৪ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এত বড় রানের স্কোর নিয়েও হারের কারণ কি? পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ জানালেন, ‘‘বোলিংয়ে আমরা আরও ভালো করতে পারতাম। মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারিনি, এটাই ছিল আমাদের জন্য সমস্যা।’’

একই ‘রোগের’ কথা মিরাজ বলেছিলেন প্রথম ও দ্বিতীয় ওয়ানডে শেষে। প্রথম ওয়ানডেতে ২৯৪ করে হারের পর বলেছিলেন, ‘‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো বোলিং করতে পারিনি। আমরা উইকেট পাইনি।’’

এরপর দ্বিতীয় ওয়ানডেতে হারের পর সেই একই অজুহাত। তবে এবার ব্যাটারদের নিয়ে, ‘‘আমরা মাঝের ওভারগুলোয় ভালো ব্যাট করতে পারিনি।’’

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি : এক্স

মাঝের ওভারের এই রোগের প্রতিকার কী? মিরাজের জানা আছে সেটাও।

প্রথমবার কোনো ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে ৩-০’তে হোয়াইটওয়াশ হওয়ার পর বললেন, ‘‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়নস ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে উন্নতি করতে হবে সেসব জায়গায়।’’

প্রতিটা হার শেষে শেখার কথা বলেন বাংলাদেশের অধিনায়করা। মিরাজও বলেছেন। তবে এবার তিনি শিখতে চাইলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহর কাছ থেকে, ‘‘তিনি খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি।

‘‘এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি। এই সিরিজে আমরা বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে পাইনি। আমাকে দায়িত্ব নিতে হবে (চারে ব্যাটিংয়ে)।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত