Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

৯৪ রানে এগিয়ে বাংলাদেশ

১৯১ রানের চমৎকার ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ছবি: টুইটার
১৯১ রানের চমৎকার ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। ছবি: টুইটার
[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ অবস্থানে বাংলাদেশ। শনিবার (২৪ আগস্ট) প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে ৯৪ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তরা।

প্রথম ইনিংসে অলআউট হওয়র আগে বাংলাদেশ করেছে ৫৬৫ রান। বড় সংগ্রহের পেছনে মুশফিকুর রহিমের অবদান সবেচয়ে বেশি। অবশ্য এই ব্যাটারের আফসোসও বড়। একটুর জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। ১৯১ রানে আউট হয়ে গিয়েছেন তিনি।

ব্যক্তিগত জায়গায় আক্ষেপ-আফসোস থাকলেও দলীয় সাফল্যে উজ্জ্বল বাংলাদেশ। ১১৭ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে শান্তরা। এরপর বোলিংয়ে নেমে শেষ বিকেলে উইকেটও তুলে নিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

ইনিংসের তৃতীয় ওভারে সাইম আয়ুবকে সাজঘরে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। মাত্র ১ রানে এই ওপেনারের বিদায়ের পর আবদুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ দিনের বাকি সময়টা পার করেছেন। আবদুল্লাহ ১২* ও মাসুদ ৯* রান নিয়ে পঞ্চম দিন শুরু করবেন।

বিদেশের মাটিতে দুর্দান্ত একটি টেস্ট কাটছে বাংলাদেশ। দেশের বাইরে টেস্টে সুখকর স্মৃতি খুব কম। অনেকদিন পর টেস্টে নামার জড়তাও সঙ্গে ছিল। অথচ শান্তরা সব কাটিয়ে উঠলেন দুর্দান্তভাবে। রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে উৎকৃষ্ট ব্যাটিং শৈলী নিয়ে উপস্থিত ব্যাটাররা। তাতে প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৫৬৫ রান।

বিদেশের মাটিতে এ নিয়ে মাত্র চতুর্থবার পাঁচশোর বেশি দলীয় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে টেস্টে ১১তম। এই সাফল্যে লিড আসে ১১৭ রানের। পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৬ উইকেটে ৪৪৮ রানে।

মুশফিুকের ১৯১

আর মাত্র ৯ রান দরকার ছিল। এই সময় মোহাম্মদ আলির এক্সট্রা বাউন্স হওয়া বলটি মুশফিকুর রহিমের ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে গেলে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। অশেষ আক্ষেপ নিয়ে মাথা নিচু করে হতাশা প্রকাশ করছিলেন মুশফিক।

এই হতাশা শুধু তার নয়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সবার। ১৯১ রানে ব্যাট করতে থাকা মিস্টার ডিপেনডেবলের আরেকটি দ্বিশতক দেখতে চেয়েছিল সবাই। তা আর হয়নি। আক্ষেপ ছড়িয়ে দেড়দিনের লড়াই থামে মুশফিকের। ২২ চার ও ১ ছক্কায় ৩৪১ বলে ১৯১ করেছিলেন তিনি।

এর আগে ২০২২ সালে আরও একটি দ্বিশতকের সামনে ছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১৭৫ রান করেছিলেন। দুর্ভাগ্য ছিল তার, অপরাজিত থাকলেও অপরপ্রান্তে সঙ্গী ছিলেন না। তাই মুশফিকের সেঞ্চুরির জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না।

কিন্তু রাওয়ালপিন্ডিতে ছিল। নাজমুল হোসেন শান্ত অবশ্য মুশফিক আউট হওয়ার পরও ইনিংস ঘোষণা করেননি। তবে মুশফিকের আউট হওয়ার আগপর্যন্ত মনে হচ্ছিল তার দ্বিশতকের অপেক্ষাই করা হচ্ছে।

এর আগে ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩ রানে অপরাজিত ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। ২০১৮ সালে একই প্রতিপক্ষের সঙ্গে এই ভেন্যু মিরপুরে ২১৯ রানে অপরাজিত ছিলেন। আর প্রথম দ্বিশতক ছিল ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে, ২০০ রান। বিশ্বে তিনটি দ্বিশতক করা একমাত্র উইকেটকিপার ব্যাটারের রেকর্ড এখনও মুশফিকের দখলে।

এই ইনিংসে বিদেশের মাটিতে দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ২ হাজার ৩৭৬ রান মুশফিকের। তার ক্যারিয়ারের মোট রান ৫ হাজার ৮৬৭। ৬ হাজারের মাইলফলক ছুঁতে মুশফিকের আর ১৩৩ রান চাই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত