Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

ফিলিপাইনকে হারালো বাংলাদেশ

c2
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের শুরুটা হার দিয়ে হয়েছিল বাংলাদেশের। স্বাগতিক কম্বোডিয়ার কাছে তারা হেরেছিল ১-০ গোলে। তবে আজ (মঙ্গলবার) দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ফিলিপাইনকে ১-০ গোলে হারাল তারা। ১৮ মিনিটে জয়সূচক গোলটি শফিক রহমানের।

বাংলাদেশ পিছিয়ে পড়তে পারত ১৫ মিনিটে। পেনাল্টি পেয়েছিল ফিলিপাইন। বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান পেনাল্টি ঠেকিয়ে বাঁচান বাংলাদেশকে। ফিরতি বলও ঠেকিয়ে দেন তিনি।

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফরোয়ার্ড আরহাম ফাউলের শিকার হয়েছিলেন বক্সের সামনে। সেই ফ্রিকিক থেকে শফিক রহমানের শটে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

গ্রুপ ‘বি’তে ২ ম্যাচ শেষে আফগানিস্তান ও কম্বোডিয়ার পয়েন্ট ৬ আর বাংলাদেশের পয়েন্ট ২। এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাই পর্ব থেকে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ চূড়ান্ত পর্বে খেলবে।

 এই জয়ে তাই কাগজে কলমে টিকে রইল বাংলাদেশ। ২৫ অক্টোবর ম্যাকাও আর ২৭ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত