Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

পুলিশকে চ্যাম্পিয়ন করে গ্র্যান্ডমাস্টার জিয়ার স্বস্তি

চাল দিতে মগ্ন বাংলাদেশ পুলিশের দাবাড়ুরা। ছবি: সংগৃহীত।
চাল দিতে মগ্ন বাংলাদেশ পুলিশের দাবাড়ুরা। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ পুলিশ দাবা দলের নিয়মিত মুখ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। গত কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগে পুলিশের দাবা দল গড়তে বড় ভূমিকা থাকে তার। কোন দেশ থেকে, কোন গ্র্যান্ডমাস্টার বা আন্তর্জাতিক মাস্টার নেওয়া হবে, সেটার দায়িত্বও থাকে জিয়ার ওপর। এরপর দলকে চ্যাম্পিয়ন করার চাপও থাকে।

শেষ পর্যন্ত সেই চাপ উতরে যেতে পেরেছেন এবারের প্রিমিয়ার দাবা লিগে। রবিবার প্রিমিয়ার দাবার শেষ রাউন্ডে পুলিশ খেলবে বাংলাদেশ বিমানের বিপক্ষে। কিন্তু ১ রাউন্ড বাকি থাকতেই শনিবার চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ।

৯ রাউন্ড শেষে ১৭ পয়েন্ট নিয়ে আগেই চ্যাম্পিয়ন হলো পুলিশ। বাংলাদেশ বিমান ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকায় দ্বিতীয় স্থানে।

বাংলাদেশের ঘরোয়া দাবায় প্রথমবার আর্মেনিয়ান গ্র্যান্ডমাস্টার খেলতে এসেছেন। স্যামভেল তার-সাহাকায়ান খেলছেন পুলিশের হয়ে। স্যামভেলের ফিদে রেটিং ২৬৪০। পুলিশ দলে স্যামভেল ছাড়াও জিয়া, ভারতের গ্র্যান্ডমাস্টার অভিমন্যু পৌরাণিক, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা খেলছেন।  

২০১৯ সাল থেকে দাবায় দল গড়ছে পুলিশ। টানা তিনবার হয়েছিল চ্যাম্পিয়ন। কিন্তু গত আসরের চ্যাম্পিয়ন ছিল সাইফ স্পোর্টিং। এবার সাইফ স্পোর্টিং দল গড়েনি। পুলিশকে শিরোপা পুনরুদ্ধার করে দিয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন জিয়া, “ চ্যাম্পিয়নশিপ নিশ্চিন্ত হওয়ায় যেন স্বস্তি পেয়েছি। দল গড়তে হয় আমাকেই। এরপর খেলা কেমন হবে, সেটা নিয়ে দুশ্চিন্তা থাকে। আসলে আমাদের দলে সবাই এবার দুর্দান্ত খেলেছে। তাই এক রাউন্ড আগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হলো। এজন্য খুবই ভালো লাগছে আমার।’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত