Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

আবারও পেছালো জাতীয় দলের অনুশীলন

বাংলাদেশ
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহোযোগ আন্দোলনে কার্যত অচল দেশ। রোববার সারাদিন সাধারণ ছাত্র, আওয়ামীলীগ ও পুলিসের ত্রিমূখী সংঘর্ষে উত্তাল ছিল দেশ। পরিস্থিতি ঠিক করতে বিকালে সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে কারফিউ।

সেই সঙ্গে আবারও তিন দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এমন থমথমে পরিস্থিতিতে ক্রিকেটের কার্যক্রম না হওয়ায়ই স্বাভাবিক। হচ্ছেও না। পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের সিরিজ সামনে রেখে অনুশীলনে নামতে পারছেন না ক্রিকেটাররা। আরও একবার পিছিয়ে গেল অনুশীলন।

গত শনিবার থেকে পাকিস্তান সিরিজের অনুশীলন শুরু হয় ক্রিকেটারদের। ওই দিন ফিটনেস টেস্ট দিয়েছিলেন সবাই। এই টেস্ট হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু পরিস্থিতির কারণে তা মিরপুরে নিয়ে আসা হয়। এরপর রোববারের অনুশীলন বাতিল করা হয় বৃষ্টির কারণে। এবার সোমবারের অনুশীলনও বাতিল হলো উত্তপ্ত পরিস্থিতিতে।

১৬ আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে ক্রিকেটারদের ঢাকা ত্যাগের কথা রয়েছে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ও ৩০ আগস্ট করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে চান্ডিকা হাথুরুসিংহেসহ সকল কোচিং স্টাফ ঢাকায় ফিরেছেন।

জাতীয় দলের ১৬ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও “এ” দল পাকিস্তান যাচ্ছে ৬ আগস্ট। আগামী তিনদিনের ছুটিও কারফিউতে “এ” দলের সঠিক সময়ে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগে বাধা আসতে পারে।

এর আগে বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে গিয়েছিল ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশের সাফল্য একমাত্র একটি ড্র। ২০১৫ সালে খুলনায় ওই টেস্ট ড্র হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত