জাতীয় দল যেটা কখনও করে দেখাতে পারেনি সেটাই করল যুবারা। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ওমানে চলমান যুব এশিয়া কাপে মঙ্গলবার বাংলাদেশ ৭-২ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। আর এতেই বাংলাদেশ পৌঁছে গেছে বিশ্বকাপে।
বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। ১টি করে গোল করেছেন মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ খান ও আমিরুল ইসলাম। ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে আমিরুলের হাতে।
আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। যেখানে সুযোগ পাবে স্বাগতিক ভারতসহ এশিয়ার সাতটি দেশ। এই যুব এশিয়া কাপ মূলত বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে এশিয়া কাপে ষষ্ঠ হলেই যে কোনও দেশের বিশ্বকাপ খেলার সুযোগ নিশ্চিত। থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপে লড়বে পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য । যেখানে জিতলে পয়েন্ট টেবিলের ওপরে থেকেই বিশ্বকাপে যাবে। তবে থাইল্যান্ডকে হারানোয় অন্তত ষষ্ঠ স্থান এরই মধ্যে নিশ্চিত করেছে বাংলাদেশ।
এবারের যুব এশিয়া কাপে বাংলাদেশ খেলছে পুল ‘বি’তে। গ্রুপে ওমানের সঙ্গে প্রথম ম্যাচে জয়। এরপর পাকিস্তানের কাছে হার। কিন্তু শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করে বাংলাদেশ। মঙ্গলবার তো বড় ব্যবধানেই হারিয়ে দিয়েছে থাইল্যান্ডকে। এ পর্যন্ত ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও ১ হারে বাংলাদেশের পয়েন্ট ৮।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশের যুবারা। বিশেষ করে বাংলাদেশের জয়, আমিরুলদের স্টিকওয়ার্কে মুগ্ধতা ছড়িয়েছে। যদিও বাংলাদেশ পুরো ম্যাচে মাত্র একটা পেনাল্টি কর্নার পেয়েছে। বিপরীতে থাইল্যান্ড ৬টি পেনাল্টি কর্নার পায়। বাংলাদেশ তাদের একমাত্র পেনাল্টি কর্নার থেকে গোলে অনুবাদ করতে পারে। বাংলাদেশের ৬টি গোল হয়েছে ফিল্ড গোল। আর একমাত্র পেনাল্টি কর্নারের গোলটি করেন আমিরুল ইসলাম।
এর আগে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ৩ ম্যাচের সব কটিতেই জিতেছিল। ২০১৪ সালে জুনিয়র এএইচএফ কাপে থাইল্যান্ডকে হারিয়েছিল ১০-০ গোলে। ২০২৩ সালে জুনিয়র এশিয়া কাপে জয় ৪-১ গোলে। এ বছর জুনিয়র এএইচএফ কাপে জিতেছিল ৪-২ ব্যবধানে।