Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

৩০০ ম্যাচের অপেক্ষায় শারজা, মিরপুর কত দূরে

sharza stadium
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

’৯০ দশকে বলিউডের তারকারা ছুটে যেতেন শারজায়। উপভোগ করতেন ভারত-পাকিস্তানের জমজমাট সব ম্যাচ। পুরো ক্রিকেট বিশ্বেরই চোখ থাকত শারজা ক্রিকেট স্টেডিয়ামের মাঠে।

ঐতিহ্যবাহী এই ভেন্যুর সেই জৌলুস হারিয়েছে। রাজনৈতিক টানাপোড়েনে এখন আর দ্বিপিক্ষীয় সিরজ খেলে না ভারত-পাকিস্তান। তারপরও কাল (মঙ্গলবার) প্রথম ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ৩০০তম ম্যাচ আয়োজন করতে যাচ্ছে শারজা। সেই ইতিহাসের সাক্ষী থাকছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা হবে এই ভেন্যুর ৩০০তম।

১৯৮৪ সাল থেকে যাত্রা শুরু করা এই স্টেডিয়ামে টেস্ট হয়েছে কেবল ৯টি। তবে ওয়ানডে হয়েছে রেকর্ড ২৫২ আর টি-টোয়েন্টি ৩৮টি।

শারজার ১০২ বছর আগে যাত্রা শুরু করা অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ২৯১টি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো টেস্ট বেশি গুরুত্ব দেয়, তাই ঐতিহ্যবাহী এই ভেন্যুতে টেস্ট হয়েছ ১১২টি, ওয়ানডে ১৬১ আর টি-টোয়েন্টি কেবল ১৮টি।

শারজায় প্রথম ওয়ানডের আগে নেটে অনুশীলন করছেন বাংলাদেশি ব্যাটাররা। ছবি : বিসিবি

আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম রয়েছে ষষ্ঠ অবস্থানে। ২০০৬ সাল থেকে মাত্র ১৮ বছরে এখানে ম্যাচ হয়েছে ২১১টি। মিরপুরে টেস্ট হয়েছে ২৮টি, ওয়ানডে ১২০ আর টি-টোয়েন্টি ৬৩টি।

এত অল্প সময়ে এত বেশি ম্যাচ হওয়াতেই উইকেটের মান নিয়ে প্রশ্ন উঠে মিরপুরের। আর ১৩০-১৪০ বছরেও সীমিত ম্যাচ হওয়ায় উইকেটের মান ঠিকঠাক থাকে সিডনি, মেলবোর্ন বা লর্ডসে।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচের স্টেডিয়াম

স্টেডিয়ামমৌসুমম্যাচটেস্টওয়ানডেটি-টোয়েন্টি
শারজা ক্রিকেট স্টেডিয়াম১৯৮৪-২০২৪২৯৯২৫২৩৮
সিডনি ক্রিকেট গ্রাউন্ড১৮৮২-২০২৪২৯১১১২১৬১১৮
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড১৮৮৭-২০২৪২৮৭১১৬১৫২১৯
হারারে স্পোর্টস ক্লাব১৯৯২-২০২৪২৬৭৩৯১৮২৪৬
লর্ডস, লন্ডন১৮৮৪-২০২৪২২৭১৪৭৭০১০
শেরে বাংলা স্টেডিয়াম, মিরপুর২০০৬-২০২৪২১১২৮১২০৬৩
প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো১৯৮৬-২০২৪২০৭১৫১৪৭

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত