Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

লাঞ্চের আগেই হার বাংলাদেশের

হতাশা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
হতাশা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের বিশ্বাস ছড়িয়ে দিতে চেয়েছিলেন স্পিন কোচ মুশতাক আহমেদ। তবে বাস্তবতার সামনে সেই বিশ্বাস মাথা তুলে দাঁড়াতে পারেনি। বাংলাদেশ জয়ের মঞ্চ তৈরি করতে পারেনি। তাই চতুর্থ দিন প্রথম সেশনেই সাত উইকেটের হার জুটেছে।

বাংলাদেশের দেওয়া ১০৬ রানের লক্ষ্য ২২ ওভারে টপকেছে দক্ষিণ আফ্রিকা। ট্রিস্টিয়ান স্টাবস ৩৭ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে তাইজুল ৪৩ রানে ৩ উইকেট নিয়েছেন। ম্যাচে তার মোট উইকেট ৮টি। এই টেস্টের প্রথমদিন ক্যারিয়ারে দুইশো উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল।

মিরপুরে হারের শঙ্কাতেও বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ-জাকের আলিরা। দ্বিতীয় ইনিংসে ৯০ রানে পিছিয়ে থাকা অবস্থায় জুটি গড়েছিলেন দুজনে। তাদের ১৩৮ রানের ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তাদের ব্যাটেই লিড এসেছে। জাকের ৫৪ রানে ফিরলে প্রোটিয়াদের বড় টার্গেট দেওয়ার সম্ভাবনা শেষ হয়।

দশম উইকেটে নাঈম হাসানকে নিয়ে আরও ৩৫ রান যোগ করেন মিরাজ। তৃতীয় দিনেই বৃষ্টির লুকোচুরিতে তাদের জুটির ছন্দটা কেটে যায়। বৃষ্টির বাধায় বুধবার দিনের শেষ সেশন ভেস্তে না গেলে বাংলাদেশের দলীয় রান ও মিরাজের সেঞ্চুরি দুটোই সম্ভব ছিল।

চতুর্থ দিন বাংলাদেশ মাত্র ৫ ওভার লড়াই করেছিল। মিরাজ ৯৭ রানে আউট হয়ে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন। পরে সহজ লক্ষ্য তিন উইকেট হারিয়ে টপকে যায় দক্ষিণ আফ্রিকা।

তাইজুল নিলেন দ্বিতীয় উইকেট

১০৬ রানের লক্ষ্যে সহজেই এগোতে থাকা দক্ষিণ আফ্রিকাকে আবারও ধাক্কা দিলেন তাইজুল ইসলাম। এবার ওপর ওপেনার টনি ডি জর্জিকে ফেরালেন তিনি। ৪১ রানে থাকা জর্জি তাইজুলকে লং অনের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন।

দুই ওপেনারের বিদায়ে দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৭১ রান তুলেছে। জয়ের জন্য আর ৩৫ রান চাই সফরকারীদের।

দশম ওভারে প্রথম উইকেট

মিরপুর টেস্টে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১০৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। এর জবাবে প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৪২ রান করেছে প্রোটিয়ারা।

দশম ওভারে তাইজুলের বলে সরাসরি বোল্ড হয়েছে ২০ রান করা এইডেন মারক্রাম। অপরপ্রান্তে অপরাজিত ছিলেন ২২ রানে থাকা টনি ডি জর্জি।

টেস্টের চতুর্থ দিন ৬৫ রানের লিড নিয়ে শুরু করে বাংলাদেশ। লক্ষ্য ছিল যতটা সম্ভব লিড বাড়ানো। সেই লক্ষ্যে খুব বেশি এগোতে পারেনি বাংলাদেশ। আগের লিডের সঙ্গে মাত্র ৪০ রান যোগ করতেই শেষ হয় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে।

বড় আক্ষেপ মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি না পাওয়া। দ্বিতীয় ইনিংসে একা হাতে লড়াই করে সেঞ্চুরির খুব কাছে চলে এসেছিলেন মিরাজ। থামতে হলো নার্ভান নাইনটিজে। ৯৭ রানে স্লিপের ওপর দিয়ে চার মারার আশায় কাট শট খেলে স্লিপেই ক্যাচ দিয়ে ফিরেছেন।

৪২ রানে প্রথম উইকেট হারানো প্রোটিয়াদের জয়ের জন্য আর ৬৪ রান চাই। এদিকে বাংলাদেশকে জিততে হলে নিজেদের প্রথম ইনিংসে করা ১০৬ এর নিচে আউট করতে হবে সফরকারীদের।

আক্ষেপ নিয়ে ফিরলেন মিরাজ

মিরপুরে টেস্টের তৃতীয় দিন অনায়াসে সেঞ্চুরি পেতে পারতেন মেহেদি হাসান মিরাজ। বৃষ্টিতে খেলা বিঘ্ন ঘটায় তা হয়নি। যে ভঙ্গিতে পুরো দিন খেলেছিলেন তাতে মিরাজের সেঞ্চুরি না করার কোন কারণ ছিল না। তবে চতুর্থ দিন সুযোগ থাকলেও তা হলো না। মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন তিনি।

৯৭ রানে কেগিসো রাবাদার বিপক্ষে স্লিপের ওপর দিয়ে চার মারতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন মিরাজ। থামল ১০ চার ও ১ ছক্কায় ১৯১ বলের ইনিংস। তার বিদায়ে চতুর্থ দিন মাত্র ৫ ওভারেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে এসেছে ৩০৭ রান। দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ১০৬ রানের লক্ষ্য দেওয়া গেছে।

দিনের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের দিনে মিরাজের সঙ্গে অপরাজিত থাকা নাঈম হাসান ১৯ রানে ফিরেছেন। কেগিসো রাবাদার স্ট্যাম্পের লাইনে নিচু হওয়া বলটিতে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। নাঈম আউট করে টেস্টে ১৫তম বার ইনিংসে ৫ উইকেট নিলেন রাবাদা।

নাঈমের বিদায়ের কিছু পরেই ফিরেছেন তাইজুলও। উইয়ান মুল্ডারের বলে ৭ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন এ স্পিনার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত