Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি ঘোষণা বিসিবির

ttt
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ থেকে সরে গেছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররাও আসবেন কিনা শঙ্কা ছিল তা নিয়ে। তাদের চার সদস্যের দল বাংলাদেশে এসে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পর জানায় সবুজ সংকেত। এরপর কেটে যায় অনিশ্চয়তা।

অক্টোবরে টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ দুটি টেস্ট খেলতে আসছে প্রোটিয়ারা। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। 

আজ (সোমবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচিও ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটা।

প্রোটিয়ারা বাংলাদেশে আসবে ১৬ অক্টোবর। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ২১ অক্টোবর। এরপর চট্টগ্রামে দুই দল দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর।

এই সিরিজের প্রথম ম্যাচ মিরপুরে খেলে অবসর নিতে চেয়েছেন সাকিব আল হাসান। তবে হত্যার মামলা থাকায় বিসিবি তার নিরাপত্তা দিতে পারবে না বলে স্পষ্টই জানিয়ে দিয়েছে। তাই সাকিবের খেলাটা অনিশ্চিত।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৯.২৯ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। ৩৮.৮৯ শতাংশ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা আছে ছয়ে। ফাইনাল খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এই সিরিজ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত