Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মিরপুর টেস্টে ৮ উইকেটকিপার!

বাংলাদেশের অন্যতম সেরা উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্টের ক্যাপ নিচ্ছেন আরেক উইকেটকিপার জাকের আলী। ছবি : বিসিবি
বাংলাদেশের অন্যতম সেরা উইকেটকিপার মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্টের ক্যাপ নিচ্ছেন আরেক উইকেটকিপার জাকের আলী। ছবি : বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

অ্যাডাম গিলক্রিস্ট, মহেন্দ্র সিং ধোনি, মার্ক বাউচার, ইয়ান হিলি থেকে হালের ঋষভ পন্ত-যুগে যুগে টেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উইকেটকিপাররা। উইকেটের পেছনে তো অবশ্যই, ব্যাট হাতেও তারা দলের অন্যতম ভরসার নাম। এজন্য ‘অলরাউন্ডারও’ বলা হয় তাদের।

একাদশে দুইজন উইকেটরক্ষক দেখা যায় প্রায় সময়, কারণ ব্যাটিং দক্ষতা। তাই বলে একই দলের একাদশে পাঁচ উইকেটরক্ষক! বিরল সেই দল নিয়ে সোমবার মিরপুরে বাংলাদেশের বিপক্ষে খেলছে দক্ষিণ আফ্রিকা। নাজমুল হোসেন শান্তর দলেও উইকেটকিপার তিন জন। তাই টেস্টটা খেলছে আসলে ৮ উইকেটকিপার।

সোমবার টেস্ট অভিষেক হয়েছে জাকের আলীর। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়ান তিনি। মুশফিকুর রহিম বাংলাদেশের ইতিহাসেরই অন্যতম সেরা উইকেটকিপার। তার কাছ থেকেই টেস্ট ক্যাপ নেন জাকের।

আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য মুশফিক গ্লাভস হাতে দাঁড়ান না অনেক দিন। তবে বিপিএলে ঠিকই উইকেটকিপিং করেন তিনি। বাংলাদেশের হয়ে উইকেটকিপিংয়ের দায়িত্বটা এখন পালন করেন লিটন দাস।

দক্ষিণ আফ্রিকার হয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন কাইল ভেরেইনা।

দক্ষিণ আফ্রিকার হয়ে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন কাইল ভেরেইনা। সাবেক উইকেটরক্ষক কুইন্টন ডি ককের সঙ্গে তুলনা করা হয় তাকে।

 এছাড়া উইকেট কিপিং করেন বাংলাদেশের বিপক্ষে একাদশে থাকা ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে ও ট্রিস্টান স্টাবস। সবমিলিয়ে তাদের একাদশে পাঁচ উইকেটরক্ষক। আইপিএলসহ বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ান তারা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত