Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

পাকিস্তান সিরিজেই শুধু ‍থাকছেন মুশতাক

পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: বিসিবি
পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। ছবি: বিসিবি
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মুশতাক আহমেদের সঙ্গে চু্ক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই অবস্থায় বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব কে পালন করবেন, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।

বিসিবি এই পাকিস্তানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চাইলেও সেটি এখনও আলোর মুখ দেখেনি। এই অবস্থায় বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, আপাতত পাকিস্তান সিরিজে দলের সঙ্গে থাকছেন মুশতাক।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে চুক্তি ছিল মুশতাকের। তবে এই কিংবদন্তির কাজে সন্তুষ্ট হওয়ায় স্পিন বোলিং কোচের ভূমিকায় তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এর মাঝেই খবর আসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে চুক্তি করেছেন মুশতাক।

এই নতুন চুক্তির কারণে সামনের মাসে পাকিস্তান সফরে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও বুধবার (৩১ জুলাই) সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস নিশ্চিত করেছেন, “পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাওয়া যাবে।”

তাহলে কি বিসিবির সঙ্গে নতুন চুক্তি হয়েছে পাকিস্তানি কিংবদন্তির? জালাল ইউনুস জানালেন, ডিসেম্বর পর্যন্ত ব্যস্ত থাকবেন মুশতাক। এরপর হতে পারে আলোচনা। বিসিবির এই কর্তার ভাষায়, “যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সেজন্য বাকি সিরিজগুলোতে থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত।”

সঙ্গে যোগ করেছেন, “তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। তবে আমরা চেষ্টা করব। এখন পর্যন্ত ইতিবাচক একটা ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, সামনে কী হয়।”

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত