টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন ২০ দলের। ২০২৬ সালে ভারত-শ্রীলঙ্কাতেও পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০ দল। সেখানে কারা, কীভাবে সুযোগ পাবে তার একটা রূপরেখা অনেক আগেই ঠিক করে রেখেছে আইসিসি।
স্বাগতিক হিসেবে ভারত-শ্রীলঙ্কা খেলবে সরাসরি। এবারের বিশ্বকাপে যারা সুপার এইট নিশ্চিত করবে, তারাও পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট। তাদের সঙ্গে র্যাঙ্কিয়ের সেরা দুই দলও সরাসরি খেলবে বিশ্বকাপ।
১২ দল বিশ্বকাপ খেলবে সরাসরি। আর ৮টি দল ঠিক হবে বাছাইপর্ব থেকে। এই অঙ্কে সুপার এইট নিশ্চিত করা ভারত, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা খেলবে পরের বিশ্বকাপ। বাংলাদেশও সরাসরি সুযোগ পাবে সুপার এইট নিশ্চিত করলে।
এজন্য শেষ ম্যাচে নেপালকে হারাতে হবে। শ্রীলঙ্কা-নেদারল্যান্ডসের ম্যাচের ফল কোনও প্রভাব ফেলবে না তখন। নেপালে কাছে হারলেও আর শ্রীলঙ্কাও শেষ ম্যাচে হারলে সুযোগ থাকবে বাংলাদেশের। কারণ রান রেটে ডাচদের চেয়ে অনেক এগিয়ে র্যাঙ্কিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের রান রেট +০.৪৭৮ আর নেদারল্যান্ডসের -০.৪০৮। তাই বাংলাদেশের সুপার এইটের সম্ভাবনাই বেশি, পরের বিশ্বকাপের জন্য দুশ্চিন্তা না করলেও চলবে।
বাংলাদেশ যদি সুপার এইটে সুযোগ না পায় তখন কি হবে? সেক্ষেত্রে র্যাঙ্কিয়ে এগিয়ে থাকার অঙ্ক টানা হবে। সেখানেও ৯ নম্বরে থেকে সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ।